হাতিয়ায় চর দখলে গোলাগুলির ঘটনায় আরও ১ জনের মরদেহ উদ্ধার

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় চর দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় 'কোপা সামছু বাহিনীর' প্রধান সামছুদ্দিনের (৫৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সুখচর ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের সীমান্তবর্তী জাগলা চরের বনের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সামছুদ্দিন হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, সামছুদ্দিনের মরদেহ বনের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার চর দখল নিয়ে আলাউদ্দিন ও কোপা সামছু বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় মঙ্গলবার পাঁচজনের ও আজ সামছুদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকালে আলাউদ্দিন ও কোপা সামছু বাহিনীর লোকজন চর ভাগ-বাটোয়ারা নিয়ে বৈঠকে বসে। এ সময় দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সংঘর্ষ ও গোলাগুলি শুরু হয়। এতে সামছুদ্দিনসহ ছয়জন নিহত হন। বাকি পাঁচজন হলেন—সুখচর ইউনিয়নের আলাউদ্দিন (৩৫), সামছুদ্দিনের ছেলে মোবারক হোসেন (২৩), হাতিয়া পৌরসভার লক্ষীদিয়া মহল্লার হক সাব (৫৫), সুবর্ণচর উপজেলার দক্ষিণচর মজিদ গ্রামের আবুল কাশেম (৬৩) এবং চানন্দী ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্প এলাকার বাসিন্দা কামাল উদ্দিন (৫০)।

 

 

Comments

The Daily Star  | English

Khaleda Zia’s body being taken to Manik Mia Avenue for janaza

Janaza will be held at Manik Mia Avenue at 2pm

2h ago

Farewell

10h ago