হত্যা মামলার আসামিসহ ১৮ জনকে মালয়েশিয়া পাচারের চেষ্টা, আটকে দিলো বিজিবি
কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের সময় নারী-পুরুষসহ ১৮ জনকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদের মধ্যে এক হত্যা মামলার আসামিও রয়েছেন।
আজ রোববার টেকনাফে বিজিবি ব্যাটালিয়ন-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, একটি সংঘবদ্ধ চক্র ট্রলারের মাধ্যমে সাগরপথে অবৈধভাবে মানুষ পাচারের প্রস্তুতি নিচ্ছে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন কমান্ডারের নির্দেশনায় ২৬ ডিসেম্বর রাতে টেকনাফ মেরিন ড্রাইভসংলগ্ন রাজরছড়া কেন্দ্রীয় জামে মসজিদ এলাকার ঝোপঝাড়ে ব্যাটালিয়ন-২–এর একাধিক বিজিবি টিম অবস্থান নেয়।
পরে পাচারকারীরা ভুক্তভোগীদের ট্রলারে তুলে যাত্রার প্রস্তুতি নেওয়ার সময় বিজিবি টহল দল চারদিক থেকে ট্রলারটি ঘিরে ফেলে। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা অন্ধকারের সুযোগে সাঁতরে পাশের একটি গ্রামের দিকে পালিয়ে যায়। এরপর ট্রলারটি তল্লাশি করে ১৮ জনকে উদ্ধার করে বিজিবি।
উদ্ধারকৃতদের মধ্যে মো. তারেক নামের একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি লাম্বাবিল ঘোনাপাড়া এলাকার আলী আহমদের ছেলে এবং একটি হত্যা মামলার আসামি। তাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।
তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'পাচারকারী চক্রটি ভালো চাকরি, উচ্চ বেতন ও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীদের সাগরপথে বিদেশে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিল। প্রতিজনকে টাকার বিনিময়ে বিক্রি করা হচ্ছিল। পাচার চক্রটির মালয়েশিয়ায়ও প্রতিনিধি রয়েছে, যার মাধ্যমে তারা এসব গুরুতর অপরাধ চালিয়ে যাচ্ছে।'
প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শেষে উদ্ধারকৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

Comments