যশোরে ১৪ ককটেল-অস্ত্রসহ গ্রেপ্তার ১
যশোরের বাঘারপাড়া উপজেলা থেকে ১৪টি ককটেল ও দেশীয় অস্ত্রসহ জামাল সরদার (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আজ সোমবার রাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৬) কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বী প্রিন্স এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এদিন ভোররাতে র্যাব সদস্যরা তাকে আটক করে এবং জব্দ মালামালসহ তাকে বাঘারপাড়া থানায় হস্তান্তর করা হয়।
জামাল সরদারের বাড়ি উপজেলার জামদিয়া ইউনিয়নের জয়রামপুর গ্রামে।
র্যাব সূত্র জানিয়েছে, নাশকতার উদ্দেশে জামাল তার বাড়িতে বিস্ফোরক সামগ্রী মজুত করে রেখেছিলেন।
সূত্র আরও জানায়, তার বিরুদ্ধে একটি হত্যাচেষ্টা মামলা চলমান।
ফজলে রাব্বী জানান, বিস্ফোরক আইনে জামালের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে।


Comments