নরসিংদীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুর বাজারে এক মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মনি চক্রবর্তী (৪০)। তার বাড়ি শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নে। দীর্ঘদিন ধরে তিনি চরসিন্দুর বাজারে মুদি পণ্যের ব্যবসা করতেন।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি জানান, মনি গতরাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পথে অজ্ঞাত দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র দিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবদুল্লাহ আল মামুন জানান, নিহত ব্যক্তির মাথার পেছনে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। আজ সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি শাহেদ আল মামুন বলেন, 'খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপরাধীদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। নিহতের স্বজনদের সঙ্গে কথা হয়েছে, তারা লিখিত অভিযোগ দেবেন বলে জানিয়েছেন।'
এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করার দাবিতে চরসিন্দুর বাজারে মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ী সমিতি।

Comments