পাবনা-১

আচরণবিধি ভেঙে শিক্ষকদের নিয়ে সভা, শামসুল হক টুকুকে কারণ দর্শানো নোটিশ

শামসুল হক টুকু। ফাইল ছবি।

আচরণবিধি ভঙ্গ করে শিক্ষকদের নিয়ে সভা করে ভোট চাওয়ার অভিযোগে পাবনা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে নির্বাচনী তদন্ত কমিটি।

শিক্ষকদের নিয়ে সভা করে নৌকা মার্কায় ভোট চাওয়ার অভিযোগ এনে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করেন ওই আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ।

নির্বাচনী অনুসন্ধান কমিটি পাবনা-১ এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যুগ্ম জেলা ও দায়রা জজ ইকরামুল কবির স্বাক্ষরিত এ নোটিশে বলা হয়, 'গত ১৪ ডিসেম্বর সন্ধ্যায় আপনি আপনার বাসভবনে বেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বেড়া উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সেক্রেটারি মো. মহিউদ্দিন, বেড়া সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রাজ্জাক, বেড়া পৌরসভার ভারপ্রাপ্ত সচিব হারুনর রশিদ, বেড়া পৌর পুলিশ প্রধান মো. আবুল হাশেমের উদ্যোগে স্থানীয় বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে নির্বাচনী মিটিং করেন। মিটিং-এ নৌকা মার্কায় ভোট চান এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাধ্যমে তাদের অভিভাবকদের নৌকায় ভোট দিতে উদ্বুদ্ধ করেন। যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থী হিসেবে আচরণ বিধিমালা, ২০০৮ এর ১২ বিধির লঙ্ঘন।'

এই অভিযোগের ব্যাপারে আগামী ২১ ডিসেম্বরের মধ্যে সশরীরে বা প্রতিনিধির মাধ্যমে শামসুল হক টুকুকে তার বক্তব্য জানাতে বলা হয়েছে।

এ ব্যাপারে মন্তব্যের জন্য শামসুল হক টুকুর মোবাইলে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি। তবে তিনি সাংবাদিকদের বলেছেন, 'ওইদিন শহীদ বুদ্ধিজীবী দিবস পালনে নাগরিক কমিটি আমার বাড়ি চত্বরে অনুষ্ঠান আয়োজন করেছিল। সেখানে কারা অংশ নিয়েছিলেন আমার জানার কথা নয়। যে অভিযোগ করা হয়েছে তা মিথ্যা ও বানোয়াট। আমি শোকজের জবাব দিয়েছি।'

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

5h ago