প্রার্থিতা ফিরে পেতে এবার আপিল বিভাগে সাদিক আব্দুল্লাহর আবেদন

sadik_abdullah
সাদিক আব্দুল্লাহ। ছবি: সংগৃহীত

নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে চেম্বার বিচারপতির আদেশ বাতিল চেয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেছেন বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

সাদিক আবদুল্লাহ দলের মনোনয়ন না পেয়ে বরিশাল-৫ আসনে স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। দ্বৈত নাগরিকত্ব থাকার অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করেছিল নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্ট রিট করে নিজের পক্ষে আদেশ পেয়েছিলেন তিনি।

কিন্তু আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম মঙ্গলবার হাইকোর্টের আদেশ স্থগিত করে দেওয়ায় সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা অনিশ্চিত হয়ে যায়। বরিশাল-৫ আসনের আওয়ামী লীগের মনোনিত প্রার্থী জাহিদ ফারুকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই স্থগিতাদেশ দেন চেম্বার বিচারপতি।

সাদিক আব্দুল্লাহ তার আইনজীবী খুরশীদ আলম খানের মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে করা আবেদনে বলেছেন, তার কোনো দ্বৈত নাগরিকত্ব নেই এবং তার মনোনয়ন বাতিলে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে যথাযথ ও আইনগতভাবেই স্থগিত করেছিল হাইকোর্ট।

জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান দ্য ডেইলি স্টারকে বলেন, সাদিক আব্দুল্লাহকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেওয়ার জন্য ইসির প্রতি নির্দেশনা চেয়ে আপিল বিভাগে আবেদন করেছেন তিনি।

আগামীকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতির কাছে আবেদনটি তোলার চেষ্টা করবেন বলে জানান তিনি।

 

Comments

The Daily Star  | English

Costs of trade with India rise 20% amid non-tariff measures

Bangladeshi businesses are paying higher costs when sending goods to India and bringing in industrial inputs from the neighbouring country amid retaliatory non-tariff measures imposed by Dhaka and New Delhi.

9h ago