চট্টগ্রাম-১২

স্বতন্ত্র প্রার্থী হুইপ শামসুলের প্রচারণায় আ. লীগের হামলার অভিযোগ

হুইপ শামসুলের প্রচারণায় বাধা
বুধবার বিকেলে পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়নে হুইপ শামসুলের প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের পটিয়ায় আসন্ন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় সংসদের বর্তমান হুইপ শামসুল হক চৌধুরীর নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগ প্রার্থীর নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কাশিয়াইশ ইউনিয়নে এ ঘটনা ঘটে।

শামসুলের অভিযোগ, আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সমর্থকদের হামলায় তার ৮ কর্মী-সমর্থক আহত হন এবং তাদের ৬টি গাড়ি ভাঙচুর করা হয়।

এ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মোতাহেরুল ইসলাম চৌধুরী।

সূত্র জানায়, আজ বিকেলে স্বতন্ত্র প্রার্থী শামসুল হক চৌধুরী নির্বাচনী প্রচারণার জন্য কাশিয়াইশ ইউনিয়নে গেলে মোতাহেরুল ইসলাম চৌধুরীর কর্মী-সমর্থকরা তাদের ওপর লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়।  

যোগাযোগ করা হলে শামসুলের ছোট ভাই মুজিবুল হক নবাব দ্য ডেইলি স্টারকে বলেন, 'সাড়ে ৪টার দিকে রাস্তার পাশে গাড়ি পার্ক করে আমরা কাশিয়াইশ ইউনিয়নে এক পরিচিতের বাড়িতে দুপুরের খাবার খেতে যাই। এ সময় আওয়ামী লীগ প্রার্থী মোতাহেরুলের প্রায় ৫০ জন নেতাকর্মী লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে আমাদের গাড়ি ভাঙচুর শুরু করে।'

তিনি বলেন, 'তারা আমাদের গাড়ি, মাইক্রোবাস, মোটরসাইকেলসহ ছয়টি গাড়ির টায়ার কেটে দেয়। আমাদের কর্মীরা প্রতিবাদ করলে তারা লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়।'

যোগাযোগ করা হলে আওয়ামী লীগ প্রার্থী মোতাহেরুল ডেইলি স্টারকে বলেন, 'এ ঘটনার সঙ্গে আমার কোনো নেতাকর্মী জড়িত নয়। আমার নেতাকর্মীদের হয়রানি করার জন্য শামসুল নাটক করেছে। নির্বাচনকে বিতর্কিত করাই তার উদ্দেশ্য।'  

জানতে চাইলে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন ডেইলি স্টারকে বলেন, 'হামলার ব্যাপারে মৌখিক অভিযোগ পেয়েছি। তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।'

যোগাযোগ করা হলে পটিয়ার ইউএনও ও চট্টগ্রাম-১২ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা আলাউদ্দিন ভূঁইয়া ডেইলি স্টারকে বলেন, 'স্বতন্ত্র প্রার্থী শামসুল হক আমাকে ফোন করে হামলার অভিযোগ করেছেন। আমি ঘটনাস্থলে যাচ্ছি।'

 

Comments

The Daily Star  | English

Section-144 enforced in Khagrachhari amid blockade over schoolgirl rape

Miscreants trying to undermine peaceful programme, protesters allege

18m ago