যেকোনো মূল্যে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে: সিইসি

সিইসি কাজী হাবিবুল আউয়াল
সিইসি কাজী হাবিবুল আউয়াল। স্টার ফাইল ফটো

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, 'যেকোনো মূল্যে জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে, কোনো রকম ছাড় দেওয়া যাবে না।'

বরিশালে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলে সিইসি।

তিনি আরও বলেন, নির্বাচনে উত্তাপ হয়। তবে উত্তাপ থেকে যেন অগ্নুৎপাত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। ভোট কেন্দ্রের ভেতরে যেন কোন রকমের অনাচার না হয়।

সিইসি বলেন, 'প্রার্থীদের মধ্যে পারস্পরিক আস্থা সৃষ্টি করতে না পারলে নির্বাচন কমিশনের পক্ষে একক ভাবে নির্বাচন করাটা কঠিন হবে।'

'নির্বাচনের দিন হচ্ছে ৭ জানুয়ারি। এই দিন যেন বিন্দুমাত্র অনিয়ম না হয়। ভোট কেন্দ্রের ভেতরে যেন ভোটাররা অবাধে ভোটাধিকার প্রয়োগ করে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে সেই নিশ্চয়তা দিতে হবে আইনশৃঙ্খলা বাহিনীকে।'

সিইসি বলেন, 'কেন্দ্রে পোলিং এজেন্ট রাখার জন্য প্রার্থীদের বলা হয়েছে। অনিয়ম হচ্ছে কিনা সে ব্যাপারে খেয়াল রাখবেন পোলিং অফিসাররা।'

পোলিং এজেন্ট না থাকলে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন সিইসি।

মাদারীপুরের কালকিনিতে একজন স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে হত্যার ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমরা চাই না কারো মৃত্যু হোক। আমরা হঠাৎ করেই কোনো শাস্তি দিতে পারি না। তদন্ত করতে হয়। এসব ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি যথাযথ নির্দেশনা দেওয়া আছে।'

এর আগে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার বিভিন্ন আসনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন সিইসি। এ সময় নির্বাচন কমিশনের সচিব জাহাংগীর আলম, বরিশালের বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসকসহ বিভাগের ৬ জেলা এবং মাদারীপুর ও শরীয়তপুরের নির্বাচন কর্মকর্তা ও পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

9h ago