ঝিনাইদহে নৌকার নির্বাচনী ক্যাম্প ও গাড়ি ভাঙচুর

নৌকার এক কর্মীকে মারধর ও তার মোটরসাইকেল ভাঙচুর করা হয়। ছবি: সংগৃহীত

ঝিনাইদহ-২ আসনে নৌকার নির্বাচনী ক্যাম্প ও প্রার্থীর ব্যক্তিগত সহকারীর গাড়ি ভাঙচুর করা হয়েছে। শনিবার রাত ৮টার দিকে হরিণাকুণ্ডু উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। 

এ সময় নৌকার সমর্থক শাহিনুর রহমান মজনুকে মারধর ও তার মোটরসাইকেল ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে।

এ আসনে নৌকার প্রার্থী তাহজীব আলম সিদ্দিকীর ব্যক্তিগত সহকারী রওশন আলীর অভিযোগ, স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের নাসের শাহরিয়ার জাহেদী মহুলের কর্মী ও সমর্থকরা এ হামলা ও ভাঙচুর চালিয়েছে।

রওশন আলী দ্য ডেইলি স্টারকে বলেন, 'রাতে তিনি ওই ইউনিয়নের সোহাগপুর গ্রামে নির্বাচনী সভায় যোগ দিতে যাচ্ছিলেন। পথে আড়ুয়াকান্দি গ্রামে পৌঁছালে ঈগল প্রতীকের প্রার্থীর সমর্থক ও একই ইউনিয়নের চেয়ারম্যান বসির উদ্দিন ও তার ভাগনে আরিয়ান রাফির নেতৃত্বে ৪০-৫০ জন তার গাড়িতে হামলা চালায় ও ভাঙচুর করে।'

যোগাযোগ করা হলে ইউপি চেয়ারম্যান বসির উদ্দিন বলেন, 'আমরা বিকেলে ওই ইউনিয়নের চ্যাঙের মোড় বাজারে ঈগল প্রতীকের নির্বাচনী সভা করি। তখন নৌকা প্রতীকের সমর্থকরা সেখানে হামলা করে মাইক ভাঙচুর করে।'

তিনি বলেন, 'ওই ঘটনার জেরে তার সমর্থকরা নৌকা প্রতীকের প্রার্থীর ব্যক্তিগত সহকারীর গাড়ি ভাঙচুর করেছে। তবে আমি এই ভাঙচুরের সঙ্গে জড়িত নই।'

জানতে চাইলে জেলার সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) অমিত কুমার বর্মণ ডেইলি স্টারকে বলেন, 'আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। জড়িতদের আইনের আওতায় আনা হবে।'

Comments

The Daily Star  | English

BTRC urges Meta to act against violence-inciting content amid unrest

The telecom regulator sent a letter on Friday to senior Meta officials, including representatives responsible for Facebook

12h ago