ভোটারদের বাধা, হুমকি-ধমকি দিলে শাস্তি: ইসি রাশেদা সুলতানা

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, 'ভোটারদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। তাদের নিরাপত্তার জন্য আইন করা হয়েছে। যদি কেউ ভোটারদের বাধা দেয়, হুমকি ধমকি দেয়, পথে ঘাটে ঘরে বাইরে যেখানেই হোক, এজন্য শাস্তির বিধান করা হয়েছে।'

তিনি বলেন, 'ভোটাররা নির্ভয়ে নি:সংকোচে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিতে পারবেন।'

তিনি আজ বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম জেলা প্রাশাসক ও রিটার্নিং কর্মকর্তার হলরুমে প্রিজাইডিং কর্মকর্তাদের সাথে মতবিনিময়ের সময় এসব কথা বলেন।

মতবিনিময় সভায় আগামী ৭ জানুয়ারীর নির্বাচনে কুড়িগ্রাম জেলার ৪টি সংসদীয় আসনে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশনার একই হলরুমে ৪টি সংসদীয় আসনে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের সাথে মতবিনিময় করবেন।

Comments

The Daily Star  | English
An investment boom hidden in plain sight

Returnee migrant capital: An investment boom hidden in plain sight

Conservative estimates suggest the informal returnee capital formation is now significant enough to rival the country's entire foreign direct investment (FDI).

5h ago