ঢাকা-২: নৌকার সমর্থকদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে মারধরের অভিযোগ

সাভার
ছবি: স্টার ডিজিটাল গ্রাফিক্স

আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে ঢাকা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. হাবিবুর রহমানের এক কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর কর্মী-সমর্থকদের বিরুদ্ধে।

আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে আমিনবাজার মরিচারটেক এলাকায় এ ঘটনা ঘটে।

স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমানের ছোট ভাই আবু বক্কর দ্য ডেইলি স্টারকে বলেন, 'মরিচারটেক এলাকার বিভিন্ন স্থানে নৌকার সমর্থকরা আমাদের পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলে দেয়। বিষয়টি জানার পর আমাদের কর্মী মো. নাজমুল এর প্রতিবাদ করেন।'

'পরে আজ দুপুরে মরিচারটেকের উত্তরা প্রাথমিক বিদ্যালয়ের সামনে নৌকার সমর্থক দুলাল ব্যাপারী, মজিবর রহমান, মো. ফটিক ও মো. রহিমের নেতৃত্বে আমাদের কর্মী নাজমুল হোসেনকে মারধর করা হয়,' যোগ করেন তিনি।

নাজমুলকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান ডেইলি স্টারকে বলেন, 'অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নির্বাচন মনিটরিং টিম বিষয়টি নিয়ে কাজ করছে।'

Comments

The Daily Star  | English

8.8-Magnitude earthquake in Russia's Far East triggers tsunami

Several people were injured, while much of Japan's eastern seaboard was ordered to evacuate.

32m ago