৭ জানুয়ারি সুষ্ঠু নির্বাচন করতে ব্যর্থ হলে, রাষ্ট্রও ব্যর্থ হবে: ইসি আনিছুর

জাতীয় নির্বাচন ২০২৪
নির্বাচন কমিশনার আনিছুর রহমান। ফাইল ছবি: সংগৃহীত

আগামী ৭ জানুয়ারি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে ব্যর্থ হলে রাষ্ট্রও ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান।

আজ মঙ্গলবার রাজধানীর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণে তিনি বলেন, 'আমাদের উদ্দেশ্য একটাই। সেটি হলো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা। আমরা যদি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন না করতে পারি, কোনো কারণে যদি আমরা ব্যর্থ হই, তাহলে আমাদের রাষ্ট্র, নিজেই ব্যর্থ রাষ্ট্র হয়ে যাবে। আমরা সেটি চাইব না। কারণ আমরা সমগ্র বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাব।'

তিনি বলেন, 'কোনোভাবেই আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ হতে দেওয়া যাবে না। সময় নষ্ট না করে দ্রুত ব্যবস্থা নিতে হবে।'

'নির্বাচন কমিশনের একটিই নির্দেশনা, আর তা হলো নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। অন্য কোথাও থেকে নির্দেশনা আসবে না।'

আনিছুর রহমান বলেন, 'একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের কোনো বিকল্প নেই। এই নির্বাচন শুধু বাংলাদেশের ১৮ কোটি মানুষ নয়, সারা বিশ্ব দেখছে।'

Comments

The Daily Star  | English

Khagrachhari violence: Calls grow for judicial probe

Rights groups and political parties demand independent investigation

30m ago