সিলেটে ভোট কারচুপির অভিযোগে ইয়াহইয়া, মোকাব্বিরের ভোট বর্জন

সিলেট
স্টার অনলাইন গ্রাফিক্স

সিলেট-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী ও তার সমর্থকরা কেন্দ্র দখল করে ভোটচুরি করছেন অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন দুই প্রার্থী।

তারা হলেন জাতীয় পার্টির প্রার্থী ইয়াহইয়া চৌধুরী ও গণফোরামের প্রার্থী মোকাব্বির খান।

এছাড়াও একই অভিযোগ স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমানের। তবে তিনি এখনো বর্জনের ঘোষণা দেননি।

ইয়াহইয়া চৌধুরী বলেন, বিভিন্ন কেন্দ্রে নৌকার কর্মীরা আমার এজেন্টদের বের করে দিয়েছে, জাল ভোট দিচ্ছে। এ ব্যাপারে পুলিশ কিংবা প্রিজাইডিং অফিসার কোনো ব্যবস্থা নিচ্ছেন না বরং লিখিত অভিযোগ দিতে বলছেন। এমনকি একটি কেন্দ্রে ভোটগ্রহন সাময়িক বন্ধ রাখার পর নৌকার প্রার্থী এসে ভোটগ্রহণ শুরু করে দেন। এ অবস্থায় নির্বাচনে থাকা সম্ভব না, তাই আমি প্রত্যাহার করছি।'

মোকাব্বির খান বলেন, 'যেভাবে জোর করে আমার ও অন্য দুইজন প্রার্থীর এজেন্টদের বের করে দিয়ে ভোটকেন্দ্রের নিয়ন্ত্রণ নেয়া হচ্ছে, এর পরে নির্বাচনে থাকা যায় না। আমি নির্বাচন বর্জন করছি এবং দ্রুত প্রেস কনফারেন্স করে বিস্তারিত জানাবো।'

মুহিবুর রহমান বলেন, 'জাতীয় পার্টির এমপিকে রীতিমতো জিম্মি করে নৌকার প্রার্থী টেবিল কাস্টিং করেছেন। আমি আরো কিছুক্ষণ পর্যবেক্ষণ করবো, আমিও বর্জনের দিকেই যাচ্ছি।'

Comments

The Daily Star  | English

Trump says US oil firms to head into Venezuela

US companies to invest heavily in Venezuela’s oil sector, Trump says

1h ago