নারায়ণগঞ্জ-১: জামানত হারাচ্ছেন বিপুল ব্যবধানে পরাজিত তৃণমূল বিএনপির তৈমুর

নারায়ণগঞ্জ-১: জামানত হারাচ্ছেন বিপুল ব্যবধানে পরাজিত তৃণমূল বিএনপির তৈমুর
তৈমূর আলম খন্দকার। ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী ও দলটির মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার হেরে গেছেন।

রোববার রাতে নির্বাচন কমিশন ঘোষিত চূড়ান্ত বেসরকারি ফলে থেকে এ তথ্য জানা গেছে।

এতে দেখা গেছে, এই আসনে জয়ী আওয়ামী লীগের প্রার্থী গোলাম দস্তগীর গাজী পেয়েছেন এক লাখ ৫৬ হাজার ৪৮৩। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কেটলি প্রতীকের মো. শাহজাহান ভূঁইয়া পেয়েছেন ৪৫ হাজার ৭৫ ভোট। আর তৈমুর আলম খন্দকার পেয়েছেন মাত্র তিন হাজার ১৯০ ভোট। সেই হিসাবে জয়ী প্রার্থীর সঙ্গে তৈমুরের ব্যবধান এক লাখ ৫৩ হাজার ২৯৩ ভোটের।

এই আসনে মোট ভোট পড়েছে দুই লাখ ১২ হাজার ৬২৪টি।

বিধান অনুযায়ী, মোট প্রদত্ত ভোটের অন্তত সাড়ে ১২ শতাংশ ভোট না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। সেই হিসাবে জামানত বাঁচাতে তার প্রয়োজন ছিল অন্তত ২৬ হাজার ৫৭৮ ভোটের।

Comments

The Daily Star  | English

Nineteen killed in Nepal in 'Gen Z' protest over social media ban

Police used live ammunition, tear gas, and water cannons against protesters demonstrating against social media restrictions and corruption

4h ago