আ. লীগের জয়ে প্রধানমন্ত্রীকে চীনা রাষ্ট্রদূতের অভিনন্দন

চীনা রাষ্ট্রদূত
আজ সকালে গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন করায় এবং আওয়ামী লীগ জয়লাভ করায় দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

আজ সোমবার সকালে রাষ্ট্রদূত গণভবনে গিয়ে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন এবং চীনের নেতাদের পক্ষ থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

চীনা দূতাবাস থেকে গণমাধ্যমে পাঠানো বার্তায় এসব তথ্য জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতে বাংলাদেশের সঙ্গে চীনের দীর্ঘস্থায়ী বন্ধুত্বকে এগিয়ে নিয়ে যেতে, পারস্পরিক আস্থা বাড়াতে ও সহযোগিতা আরও গভীর করার মাধ্যমে দুই দেশের সহযোগিতার কৌশলগত অংশীদারত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চীনা নেতাদের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন রাষ্ট্রদূত।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উল্লেখ করেন, চীন ও বাংলাদেশ উন্নয়ন ও পুনর্জাগরণের একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে আছে এবং আধুনিকীকরণের পথে চীন সবসময় বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত অংশীদার ও সবচেয়ে নির্ভরযোগ্য বন্ধু।

তিনি বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে দুই দেশ পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার মাধ্যমে সমান লাভবান হওয়ার ক্ষেত্রে মডেল স্থাপন করেছে।

তিনি আরও বলেন, জাতীয় সার্বভৌমত্ব, স্বাধীনতা ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় এবং বাইরের হস্তক্ষেপের বিরোধিতা করতে চীন বাংলাদেশকে দৃঢ়ভাবে সমর্থন করবে।

'এছাড়া বাংলাদেশের ঐক্য ও স্থিতিশীলতা বজায় রাখতে এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে আরও সক্রিয় ভূমিকা পালনে চীন সহায়তা করবে,' বলেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।।

Comments

The Daily Star  | English
Clashes halt services at National Institute of Opthalmology

Clashes halt services at National Institute of Opthalmology

There is no atmosphere to provide services at the hospital, said its director Prof Khayer Ahmed Chowdhury

1h ago