নবনির্বাচিত এমপিদের ১১১ জনের বার্ষিক আয় এক কোটি টাকার বেশি: সুজন

নবনির্বাচিত এমপিদের ১৯৩ জনের সম্পদ ৫ কোটি টাকার বেশি: সুজন
ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী ২৯৯ জন সংসদ সদস্যের মধ্যে ২০০ জন ব্যবসায়ী এবং ২৬৯ জন (৯০ শতাংশ) এক কোটি টাকার বেশি সম্পদের মালিক।

আজ মঙ্গলবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে উপস্থাপিত এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।

প্রতিবেদনে বলা হয়, কোটিপতি এমপির সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে।

প্রতিবেদন উপস্থাপনকালে সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার বলেন, 'এই সংসদ সদস্যদের মধ্যে ১৯৩ জনের পাঁচ কোটি টাকার বেশি সম্পদ রয়েছে। ২০১৮ সালে কোটিপতি এমপির সংখ্যা ছিল ৮২ শতাংশ।'

নবনির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে ১১১ জনের বার্ষিক আয় এক কোটি টাকার বেশি। আর ৫১ জন সংসদ সদস্যের বছরে আয় ৫০ লাখ টাকা।

সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, আমরা অনেক ক্ষেত্রে দেখেছি, তাদের আয়কর রিটার্নের সঙ্গে সম্পদের ঘোষণার মিল নেই।

নির্বাচন কমিশন ও অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর এ বিষয়ে নজর দেওয়া উচিত বলে মনে করেন তিনি।
 

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

3h ago