২ প্রার্থীর সমান ভোট, লটারিতে বিজয়ী নির্ধারণ

নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে একটি ভোটকেন্দ্রের বাইরের চিত্র। ছবি: স্টার

জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমান ভোট পাওয়ায় ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জ ও মৌলভীবাজারে। নারায়ণগঞ্জ জেলা পরিষদের ১ নম্বর ওয়ার্ড এবং মৌলভীবাজার জেলা পরিষদের ৪ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটেছে। এখন ফলাফল নির্ধারণ হবে লটারির মাধ্যমে।

নারায়ণগঞ্জে নির্বাচন অফিস থেকে ঘোষণা করা বেসরকারি ফলাফল অনুযায়ী, ১ নম্বর ওয়ার্ডে জাহাঙ্গীর আলম ও মজিবুর রহমান ১৫টি করে ভোট পেয়েছেন। অপর দুই প্রার্থী মো. আলাউদ্দিন ও সায়েম রেজা পেয়েছেন যথাক্রমে ৩ ও ১ ভোট। এই ওয়ার্ডে ৩৭ ভোটের মধ্যে ৩৫টি ভোট পড়ে। বাতিল হয় ১টি। ২ কাউন্সিলর ভোট দেননি।

সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আফরোজা আক্তার জানান, প্রতিদ্বন্দ্বী শীর্ষ দুই প্রার্থী সমান ভোট পাওয়ায় আগামীকাল লটারির মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হবে।

এই জেলায় চেয়ারম্যান ও ২ সদস্য পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। আজ ৩টি সাধারণ সদস্য ও ২টি সংরক্ষিত নারী সদস্য পদে ৫টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে।

অন্যদিকে, মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ডে সদস্য পদে ২ প্রার্থী সমান ভোট পেয়েছেন। এখানেও লটারির মাধ্যমে বিজয়ী নির্ধারিত হবে।

মৌলভীবাজার সদর উপজেলার হিলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আজেদুর রহমান বলেন, এই ওয়ার্ডে সদস্য পদে মো. আতাউর রহমান (টিউব‌ওয়েল) পেয়েছেন ৮০ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাসান আহমেদ জাবেদও (তালা) ৮০ ভোট পেয়েছেন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে লটারি করে বিজয়ী ঘোষণা করা হবে।

মৌলভীবাজারেও চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী মিছবাহুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় এখানে শুধু ৭টি সাধারণ ওয়ার্ড এবং ৩টি সংরক্ষিত নারী ওয়ার্ডে নির্বাচন হয়।

Comments

The Daily Star  | English

Army chief reaffirms Bangladesh’s commitment to UN peacekeeping

"As Bangladesh's senior-most peacekeeper, I feel proud and honoured to be here today"

7m ago