‘জয়ের ব্যাপারে আশাবাদী, সুষ্ঠু ভোটে হারলেও ফলাফল মেনে নেবো’

সিলেট সিটি নির্বাচন
সিলেটের পাঠানটুলায় শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসায় ভোট দেওয়ার পর নৌকার প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। ছবি: শেখ নাসির/স্টার

সুষ্ঠু ভোট হলে হারলেও ফলাফল মেনে নেবেন বলে জানিয়েছেন সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী।

আজ বুধবার সকাল সোয়া ৮টায় নগরীর পাঠানটুলা শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে স্ত্রী হ‌লি চৌধুরী‌কে নি‌য়ে আনোয়ারুজ্জামান চৌধুরী ভোট দেন।

ভোট দেওয়া শে‌ষে সাংবাদিকদের তি‌নি বলেন, 'আমি গণতন্ত্রে বিশ্বাসী। আমার দল একটি গণতান্ত্রিক দল। আমি যদি নির্বাচনে হেরেও যাই তাহলেও ফলাফল মেনে নেবো।'

'নগরবাসী উৎস‌বের আমেজে ভোট দিচ্ছেন' উল্লেখ করে তিনি আরও বলেন 'নগরবাসী ইভিএমে সহ‌জেই ভোট দিতে পার‌ছেন।'

নির্বাচনে জয়ের ব্যাপা‌রে আশাবাদ ব্যক্ত করে তি‌নি ব‌লেন, 'সিলেটবাসীর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে চাই। সিলেটের মানুষের দাবি দাওয়া ও আকাঙ্ক্ষা পূরণে আমি নিজেকে উৎসর্গ করতে প্রস্তুত। নগরবাসী আমা‌কে ভোট দি‌য়ে নির্বাচিত কর‌বেন।

তবে ফলাফল যাই হোক তি‌নি তা মে‌নে নি‌বেন ব‌লেও জানান।

বেশ কয়েকটি কে‌ন্দ্রে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্ট না থাকার বিষ‌য়ে আনোয়ারুজ্জামান ব‌লেন, 'এটা প্রার্থীর সমস্যা। ওরা য‌দি এজেন্ট না দি‌তে পা‌রে, ওদের য‌দি লোক না থা‌কে আমা‌দের তো কিছু করার নেই। আমরা তো কাউকে বাধা দেইনি।'

তিনি প্রশ্ন করেন, 'আপনারাই ব‌লেন কোথায় বাধা দেওয়া হ‌চ্ছে?'

'সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে, আমি বিশ্বাস করি সারাদিন এ রকম ভোটের পরিবেশ বজায় থাকবে। অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশে নারী-পুরুষ নির্বিশেষে সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন,' যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English

Millions mourn

The entire city stood in solemn tribute to Bangladesh’s first female prime minister yesterday.

6h ago