সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা নভেম্বরে: ইসি আনিছুর

১৮ ডিসেম্বরের পর কোনো রাজনৈতিক কর্মসূচি নয়

আগামী নভেম্বরে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশনার আনিছুর রহমান জানিয়েছেন। 

আজ বুধবার ইসি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ইসি আনিছুর রহমান বলেন, 'প্রার্থীরা অনলাইনে ও সশরীরে মনোনয়নপত্র জমা দিতে পারবেন।'

তিনি বলেন, 'আমরা সাধারণত ভোটের ৪০-৪৫ দিন আগে নির্বাচনের তফসিল ঘোষণা করি। নভেম্বরের যেকোনো দিন তফসিল ঘোষণা করা হবে।'

নির্বাচনের তফসিল নিয়ে এখনো কোনো বৈঠক হয়নি বলেও জানান তিনি।

আনিছুর বলেন, 'যোগাযোগব্যবস্থা ভালো এমন ভোটকেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হবে ভোটের দিন সকালে।'

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের জন্য ইসি কিছু করবে কি না, জানতে চাইলে আনিসুর বলেন, 'না, আমরা আর ডাকব না। আমরা ফোন করেছিলাম এবং তারা সাড়া দেয়নি। রাজনৈতিক বিষয় রাজনীতিবিদদের হাতে থাকা উচিত।'
 

Comments

The Daily Star  | English
Tarique Rahman coming back to Bangladesh

I will return to Bangladesh soon, be present during election: Tarique

The acting chairman of BNP tells BBC Bangla in first interview in nearly two decades

1h ago