নির্বাচন পর্যবেক্ষণে কমনওয়েলথ, ইইউ ও যুক্তরাষ্ট্রের এনডিআইয়ের আগ্রহ প্রকাশ

ঢাকায় ২৭ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

তিন আন্তর্জাতিক সংস্থা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের আগ্রহ প্রকাশ করেছে।

সংস্থাগুলো হলো-ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথ এবং যুক্তরাষ্ট্রভিত্তিক ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই)।

আজ বুধবার নির্বাচন কমিশন (ইসি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাকে নির্বাচন পর্যবেক্ষণের আমন্ত্রণ জানানোর পর এই সংস্থাগুলো তাদের আগ্রহ প্রকাশ করেছে।

ইসি জানায়, কমনওয়েলথের প্রতিনিধি দল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১৯ থেকে ২২ নভেম্বর ঢাকা সফর করবে। প্রাক-নির্বাচন মূল্যায়ন মিশনটি আগামী ১৯ নভেম্বর ইসির সঙ্গে বৈঠক করবে।

কমনওয়েলথ ওই তারিখ চাওয়ার পর ইসি অনুমোদন দিয়েছে বলে নির্বাচন কমিশনের সচিব জাহাঙ্গীর আলম সাংবাদিকদের জানিয়েছেন।

ইসির এক কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে জানান, প্রাক-নির্বাচন মিশনের পর্যবেক্ষণগুলো কমনওয়েলথ মহাসচিবকে জানানোর পরই কমনওয়েলথ পূর্ণাঙ্গ পর্যবেক্ষক মিশন পাঠানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

এর আগে ইউরোপীয় ইউনিয়ন একটি প্রাক-নির্বাচন মিশন পাঠালেও পূর্ণাঙ্গ পর্যবেক্ষক মিশন না পাঠানোর সিদ্ধান্ত নেয়।

তবে পরবর্তীতে ইইউ জানায়, তারা নির্বাচন পর্যবেক্ষণের জন্য চার সদস্যের একটি পর্যবেক্ষক দল পাঠাবে।

যুক্তরাষ্ট্রের একটি প্রাক-নির্বাচন মিশনও এর আগে বাংলাদেশ সফর করেছে। তবে তারা পূর্ণাঙ্গ মিশন পাঠাবে কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি।

 

Comments

The Daily Star  | English

16 killed as police open fire on Gen Z protest in Nepal

Police used live ammunition, tear gas, and water cannons against protesters demonstrating against social media restrictions and corruption

4h ago