দ্বৈত নাগরিকত্ব: আ. লীগের আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহম্মদের মনোনয়ন বাতিল

শাম্মী আহম্মেদ
শাম্মী আহম্মেদ। ছবি: সংগৃহীত

দ্বৈত নাগরিকত্ব থাকায় বরিশাল-৪ আসনে আওয়ামী লীগ  মনোনীত প্রার্থী দলের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক  শাম্মী আহম্মেদের মনোনয়ন বাতিল হয়েছে।

আজ সোমবার বিকেলে বরিশালের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শহিদুল ইসলাম এ সিদ্ধান্তের কথা জানান। 

এর আগে গতকাল এ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সংসদ সদস্য পংকজ নাথ শাম্মীর বিরুদ্ধে রিটার্নিং কার্যালয়ে স্মার্ট কার্ডের তথ্য গোপন করে পাসপোর্ট করা, অস্ট্রেলিয়ার ভোটার হওয়াসহ বিভিন্ন অভিযোগ করেন। 

অস্ট্রেলিয়ার ভোটার হিসেবে সেখানকার ওয়েবসাইট থেকে শাম্মী আহম্মদের তথ্যও উপস্থাপন করেন পংকজ।

অভিযোগ খণ্ডন করতে গিয়ে শাম্মী আহম্মেদের আইনজীবী ব্যারিস্টার শফিকুল ইসলাম বলেন, 'অস্ট্রেলিয়ার নাগরিকত্ব বাতিলের জন্য ইতোমধ্যে শাম্মী আহম্মেদ চিঠি দিয়েছেন।'

এ ছাড়া, তিনি আগের এনআইডি দিয়ে পাসপোর্ট করেছেন বলেও দাবি করেন আইনজীবী।

পংকজ নাথের বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ আনা হয় শাম্মী আহম্মেদের পক্ষ থেকে। বলা হয়, পংকজের হলফনামায় ঢাকায় তার বিহঙ্গ পরিবহনের ব্যবসার তথ্য উল্লেখ করেন নি। 

জবাবে পংকজ নাথ জানান, তিনি তার সব তথ্য আয়কর রিটার্নে উল্লেখ করেছেন।

দুই পক্ষের অভিযোগ, পাল্টা অভিযোগ এক পর্যায়ে বাগবিতণ্ডায় রূপ নেয়। 

পরে অভিযোগের সব সিদ্ধান্ত দিতে সোমবার বিকেল পর্যন্ত সময় নেয় রিটার্নিং অফিসার।

অবশেষে আজ বিকেল সাড়ে ৩টায় 'দ্বৈত নাগরিকত্বের' কারণ দেখিয়ে শাম্মী আহম্মেদের মনোনয়ন বাতিল ও পংকজ নাথের মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।
 
এ ঘোষণার পরপর শাম্মী আহম্মদের আইনজীবী আপিলের সিদ্ধান্তের কথা জানান।

Comments

The Daily Star  | English

Most banks fail to finalise annual financial reports

BB seeks govt nod approval to extend deadline

1h ago