পিরোজপুর ইউনিয়নে ওয়ার্ডে উপনির্বাচন: ২ প্রার্থীর কর্মী-সমর্থকের সংঘর্ষে নিহত ১

নিহত হৃদয় ভূঁইয়া। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়ন পরিষদের তিন নম্বর ওয়ার্ডের উপনির্বাচনকে কেন্দ্র করে দুই প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এক তরুণ নিহত হয়েছেন।

আজ শনিবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে ইউনিয়নের দুধঘাটা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতের নাম মো. হৃদয় ভূঁইয়া। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন তার চাচাত ভাই ফারুক ভূঁইয়া (৩৫) গুলিবিদ্ধ হয়েছেন।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।

তিনি জানান, সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হওয়ার পাশাপাশি আরও ২০ জন আহত হয়েছেন।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মোশারফ হোসেন ভূঁইয়া ডেইলি স্টারকে বলেন, হাসপাতালে আনার আগেই ওই তরুণের মৃত্যু হয়। তার শরীরের সামনের অংশে বেশ কয়েকটি ছররা গুলির দাগ রয়েছে। আরও একজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।'

Comments

The Daily Star  | English

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’

55m ago