ধৈর্য ধরুন, সময় হলে নির্বাচন-প্রতীক বরাদ্দ সব তারিখ জানানো হবে: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন। ছবি: টিভি থেকে নেওয়া

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ধৈর্য ধরুন। সময় হলে নির্বাচন, মনোনয়ন, প্রতীক বরাদ্দ সব তারিখ জানতে পারবেন।

আজ মঙ্গলবার রাজধানীতে নির্বাচন কমিশন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

সিইসি বলেছেন, 'আগামী জাতীয় সংসদ নির্বাচনের নির্ধারিত তারিখ এখনো চূড়ান্ত হয়নি। তবে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার অন্তত ২ মাস আগে ভোটের তারিখসহ যাবতীয় তথ্য জানিয়ে দেওয়া হবে।'

তিনি বলেন, 'নির্বাচনের তারিখ নিয়ে আর কতবার বলব? আজ সকালে একবার বলেছি, এখন আবার বলছি—আমি নিজেও এখনো জানি না নির্বাচনের তারিখ।'

'দয়া করে একটু ধৈর্য ধরুন। সময় হলে সব জানতে পারবেন। নির্বাচন, মনোনয়ন, প্রতীক বরাদ্দসহ সব তারিখ নির্ধারিত সময়েই জানানো হবে,' বলেন তিনি।

সাংবাদিকদের দায়িত্বের কথা তুলে ধরে সিইসি বলেন, 'আমরা ১৫ বছর ধরে ভোটাধিকারের জন্য লড়াই করেছি। এখন দায়িত্ব পালনের সময়। ভোট দিন, আপনার নাগরিক দায়িত্ব পালন করুন—এই বার্তাই আমরা দিচ্ছি। এর প্রচারে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।'

সিইসি নাসির উদ্দিন বলেন, 'আমরা প্রমাণ করেছি যে ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে সুষ্ঠু নির্বাচন সম্ভব হয়েছিল। ইনশাআল্লাহ এবারও সম্ভব হবে। প্রশাসন, পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী সবাইকে বলব, এবার আপনাদের সম্মান ফিরিয়ে আনার সুযোগ। প্রমাণ করুন, আমরা পারি।'

তিনি আরও বলেন, 'অনেক সময় দেখি, একটি সংবাদ ইতিবাচক হলেও হেডলাইন বা স্ক্রল নেতিবাচক হয়। এতে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়, হতাশ হয়। দয়া করে এমন ক্যাপশন দিন যেম মূল বার্তাটি সঠিকভাবে পৌঁছায়।'

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাসউদ, তাহমিদা আহমেদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

আরএফইডির সভাপতি কাজী জেবেল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী সঞ্চালনা করেন।

Comments

The Daily Star  | English
foreign travel rules for government officials Bangladesh

Advisers, secretaries flouting foreign travel rules

CA upset over repeated violations; officials urged to follow directives ahead of election

1h ago