ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল

ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ। ছবি: স্টার

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য আচরণবিধি ২০২৫ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। নবম কমিশন সভায় এই বিধি চূড়ান্ত করা হয়।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এই বিধিমালা চূড়ান্ত হয়েছে বলে জানান নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ।

আবুল ফজল বলেন, 'প্রার্থী এবং রাজনৈতিক দলের যে আচরণবিধির খসড়া ছিল, যেটার ওপরে আমরা মতামত নিয়েছিলাম অনলাইনে। সেটার ভিত্তিতে আজকে এই আচরণবিধি চূড়ান্ত করা হয়েছে।'

ইসি জানান, আগামী ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে এবং নির্বাচনে প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালট পদ্ধতি থাকবে। এই ব্যালটে প্রতীক থাকবে, তবে প্রার্থীর নাম থাকবে না।

রোজার আগে ফেব্রুয়ারিতে ভোট করার বিষয়ে গতকাল প্রধান উপদেষ্টার চিঠি পাওয়ার পর এ তথ্য জানান নির্বাচন আয়োজনকারী সাংবিধানিক সংস্থাটি।

বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে নবম কমিশন সভা হয়। দুপুর ১১টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত বৈঠক চলে।

পরে সাংবাদিকদের ব্রিফিং করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো সানাউল্লাহ।

ইসি বলেন, 'দ্বিতীয় বিষয় আমরা আলোচনা করেছি পোস্টাল ভোটিংয়ের ব্যাপারে আউট অব কান্ট্রি ভোটিং এবং ইন কান্ট্রি পোস্টাল ভোটিং। অর্থাৎ ব্যালট পেপারের পোস্টাল ব্যালটের মাধ্যমে যারা ভোট দিবেন, সেটা নিয়ে আলোচনা করেছি।'

প্রবাসীদের ভোটের পদ্ধতি প্রসঙ্গে ইসি সানাউল্লাহ বলেন, 'প্রবাসীদের কাছে শুধুমাত্র সিম্বল ব্যালট যাবে, সেটাই হবে তাদের পোস্টাল ব্যালট। সেই সিম্বল ব্যালটে যতগুলো সিম্বল থাকা দরকার, সেগুলো থাকবে যাতে আমরা পোস্টাল ব্যালটের ট্রাভেল টাইমটা কমাতে পারি।'

তিনি বলেন, প্রবাসীরা ভোট দেবেন প্রতীকে। ভোট দেওয়ার পর তা পোস্টালের মাধ্যমে ফেরত আসবে। নিবন্ধনের জন্য তিন সপ্তাহ সময় দেওয়া হবে।

ইসি জানান, ইন কান্ট্রি ভোটিংয়ের ক্ষেত্রে সরকারি কর্মকর্তা-কর্মচারী, ভোট ব্যবস্থাপনায় নিয়োজিত ব্যক্তি ও আইনি হেফাজতে বা কারাগারে থাকা ব্যক্তিরা অনলাইলে নিবন্ধন করে পোস্টালের মাধ্যমে ভোট দিতে পারবেন।

আগামী সেপ্টেম্বর থেকে বিভিন্ন পর্যায়ে এবং বিভিন্ন পদ্ধতিতে প্রবাসী ভোটারদেরকে সেনসিটাইজ করা, অবহিত করা এবং তাদের ভোটার এডুকেশনের কাজটা করা হবে বলে জানান ইসি সানাউল্লাহ।

তিনি বলেন, প্রবাসীদের পোস্টাল ভোটে ৫০০ টাকা খরচ হতে পারে। প্রতি এক লাখ ভোটে খরচ হতে পারে ৬-৭ কোটি টাকা। একটি এডহক ব্যবস্থাপনার মাধ্যমে এই পুরো অপারেশন পরিচালনা করা হবে বলে জানান তিনি।

আগামী ৩১ অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন, তাদের আমরা ভোটার তালিকায় যুক্ত করতে পারব।

নির্বাচনে এআইয়ের অপব্যবহার প্রসঙ্গে ইসি সানাউল্লাহ বলেন, 'আচরণবিধিটা প্রার্থী এবং দলের জন্য। কিন্তু এই এআইয়ের ব্যবহার তো অনেকেই করবে। অনেক এন্টিটি আছে, দেশ থেকে করবে, দেশের বাইরে থেকে করবে। তো সেগুলো প্রতিহত করার জন্য আমরা একটা কমিটি ফর্ম করেছি। ইতোমধ্যে তারা কাজ করছেন কীভাবে কী করা যায়। এআই মিসইউজের ব্যাপারে আমরা কঠোরভাবে এখানে নিষেধাজ্ঞা জারি করেছি।

নির্বাচনের সময় ইন্টারনেটের ব্যবহার প্রসঙ্গে ইসি সানাউল্লাহ বলেন, আমাদের প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে ব্যান্ডউইথ না কমিয়ে, কোনো ধরনের সেবাকে বিঘ্ন না ঘটিয়ে নির্বাচনটা যেন করতে পারি। একান্তই যদি বাধ্য না হয় নির্বাচন কমিশন, তাহলে এখনো পর্যন্ত কোনো ইচ্ছা নেই কোনো সেবা বা প্ল্যাটফর্মকে লিমিট করার।

নির্বাচনের সম্ভাব্য তারিখ কবে—এমন প্রশ্নের জবাবে ইসি সানাউল্লাহ বলেন, 'আজকের সভায় এটা নিয়ে আলোচনা হয়নি। তবে আমরা শিগগির আলোচনা করব। আর সিইসির পক্ষ থেকে ঘোষণাটা আসবে দুই মাস আগে। এই শিডিউল ঘোষণার কাজটা আমাদের ডিসেম্বরের প্রথমার্ধেই।'

কমিশনের তৃতীয় আলোচ্য বিষয় ছিল গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর (সংশোধনী) ২০২৫ অধ্যাদেশ। এ বিষয়ে ইসি সানাউল্লাহ জানান, 'আরপিও সংশোধনীগুলোর আলোচনা শুরু করতে পেরেছি। আমরা একটা পর্যায় পর্যন্ত গিয়েছি। এটা কন্টিনিউ হবে আগামী সপ্তাহে।'

নির্বাচনকে সামনে রেখে কোনো ধরনের ড্রোন ব্যবহার করা যাবে না বলে জানান এ নির্বাচন কমিশনার।

এক প্রশ্নের জবাবে আবুল ফজল মো. সানাউল্লঅহ বলেন, 'ড্রোন ও কোয়াডকপ্টার এ ধরনের কোনো কিছু কোনো প্রার্থী বা তার এজেন্ট বা কেউ ব্যবহার করতে পারবেন না। নির্বাচন কমিশনের ব্যবহার করার কোনো প্রয়োজনীয়তা যদি আসে তখন সামনে আমরা আলোচনা করব। গণমাধ্যমও পারবে না।'

নির্বাচনে সিসি ক্যামেরার ব্যবহারকেও যৌক্তিক মনে করছে না ইসি।

তিনি বলেন, 'সেটা নিয়েও আমরা কাজ করছি। চাইলেই তো হবে না। এটা নিয়ে অলরেডি আমরা ৩-৪টা মিটিং করেছি। একদিনের জন্য আউটসোর্স করেও পাওয়া যায় না ভাড়াতে। আবার কেনাও যৌক্তিক নয়। ৪৫ হাজার কেন্দ্রে হিসাব করে দেখেন কতগুলো সিসি ক্যামেরা লাগবে। এটা কিনে আপনি রাখবেন কীভাবে এবং এটা জাস্টিফাই করবেন কীভাবে।'

Comments

The Daily Star  | English

Death toll from Nepal's anti-corruption protests raised to 72

The ministry's previous death toll was 51, updated as of Saturday. The latest data showed on Sunday that at least 2,113 people had been injured in the violence

2h ago