এবারের সংসদ নির্বাচনে ৪২৬১৮ ভোটকেন্দ্র

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসি সচিব। ছবি: স্টার

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রের খসড়া সংখ্যা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ নির্বাচনে মোট ৪২ হাজার ৬১৮ কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। 

আজ বুধবার দুপুরে রাজধানীর নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ সংখ্যা প্রকাশ করেন।

তবে আগামী ২০ অক্টোবর ইসি এই তালিকা চূড়ান্ত করবে বলে জানান তিনি।

ইসি সচিব বলেন, 'গড়ে তিন হাজার ভোটারের জন্য একটি কেন্দ্র ধরে মোট ৪২ হাজার ৬১৮টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।'

গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা ছিল ৪২ হাজার ১৫০টি।

আখতার আহমেদ বলেন, 'পুরুষদের জন্য ৬০০ জন ধরে ১ লাখ ১৪ হাজার ৯৩৯টি ভোটকক্ষ নির্ধারণ করা হয়েছে। আর নারীদের জন্য ৫০০ জন ধরে ১ লাখ ২৯ হাজার ১০৭টি কক্ষের সংখ্যা নির্ধারণ করা হয়েছে। মোট ভোটকক্ষ হচ্ছে ২ লাখ ৪৪ হাজার ৪৬টি।'

ইসি সচিব আরও বলেন, 'দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র ছিল ৪২ হাজার ১৫০টি। আজ যে খসড়া তালিকা প্রকাশ করা হলো তার ওপর দাবি ও আপত্তি ২৫ সেপ্টেম্বর পর্যন্ত নেওয়া হবে। দাবি আপত্তি নিষ্পত্তি করা হবে ১২ অক্টোবর। আর চূড়ান্ত ভোটকেন্দ্রের সংখ্যা প্রকাশ করা হবে ২০ অক্টোবর।'

আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন ও চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে ইসি।

Comments

The Daily Star  | English
forex reserve Bangladesh

Bangladesh’s gross forex reserves cross $33 billion after three years

The gross foreign exchange reserves crossed $33 billion for the first time in three years

31m ago