নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক হয়ে যাবে: সিইসি

এ এম এম নাসির উদ্দিন | ছবি: ভিডিও থেকে নেওয়া

সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

তিনি আরও প্রত্যাশা ব্যক্ত করেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে।

আজ বুধবার পিলখানায় বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) সদর দপ্তরে গণমাধ্যমকর্মীদের আলাপকালে তিনি এ কথা বলেন।

গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, 'আইনশৃঙ্খলা পরিস্থিতি আমি বলবো না যে একটা পারফেক্ট লেভেলে চলে গেছে কিন্তু আপনারা ৫ আগস্ট ২০২৪ এর পরিস্থিতির দেখেছেন, কী অবস্থা ছিল। আর এখনকার অবস্থা দেখেন, তুলনা করেন—আপনি তো নিরাপদে ঘুমাতে পারছেন! নিরাপদে আসতে পেরেছেন তো এখানে, পথে তো কোনো অসুবিধা হয় নাই।'

'এটা তো আরও ইমপ্রুভ করবে গ্র্যাজুয়ালি এবং ভোটের তারিখ আসতে আসতে দেখবেন যে, এভরিথিং ফলিং ইন লাইন এবং সব কছু ঠিক হয়ে যাবে,' যোগ করেন তিনি।

আগামী ৩০ নভেম্বর কমিশন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বসবে জানিয়ে তিনি আরও জানান, সেই বৈঠকে সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরা হবে এবং নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েনের বিষয়টি চূড়ান্ত হবে।

একটি দলের পক্ষ থেকে সবগুলো ভোটকেন্দ্রে সেনা মোতায়েন করার দাবি জানানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, 'আমরা দুইজন পুলিশ দিতে পারি, তিনজন আনসার দিতে পারি, আর্মি একজন-দুইজন এ রকম দেওয়া যায় না। আর্মি তাদের একটা কন্টিনজেন্ট হিসেবে মুভ করে। তবে আমরা এ ব্যাপারে সম্পূর্ণ ওয়াকিবহাল এবং সচেতন—শান্তি-শৃঙ্খলা রক্ষা করেই যাতে আমরা নির্বাচনটা সুষ্ঠুভাবে করতে পারি।'

তিনি আরও বলেন, 'যারা প্রতিহত করার ঘোষণা দিচ্ছে...সব ধরনের ব্যবস্থা আমরা নেব।'

এ সময় সবার সহযোগিতা কামনা করে সিইসি বলেন, 'সবাই মিলে এই ধরনের অনাকাঙ্ক্ষিত সিচুয়েশন আমরা প্রতিহত করব এবং ইনশাআল্লাহ অনাকাঙ্ক্ষিত সিচুয়েশন হবে না। মানুষ তো সবাই বুঝছে, সবাই একটা সুন্দর নির্বাচন চায়। রাজনৈতিক দলগুলো ওয়াদা দিয়েছে জাতির কাছে, তারাও সুন্দর নির্বাচন চায়। সুতরাং সবার সহযোগিতা নিয়ে আমরা ইনশাআল্লাহ একটা সুন্দর নির্বাচন আয়োজনে আমরা সফলকাম হবো। সে বিশ্বাস আমাদের আছে।'

ঝুঁকিপূর্ণ এলাকায় বিশেষ কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না জানতে চাইলে নাসির গণমাধ্যমকর্মীদের বলেন, 'আমরা ঝুঁকি অ্যাসেসমেন্ট করেছি। রেড, ইয়েলো, গ্রিন জোনে ভাগ করে সে অনুযায়ী ডেপ্লয়মেন্ট স্ট্র্যাটেজিটা ঠিক করব আমরা।'

ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে কমিশনের বিশেষ নজর থাকবে বলেও জানান তিনি। তবে কতগুলো কেন্দ্র ঝুঁকিপূর্ণ সেই সংখ্যা জানাননি প্রধান নির্বাচন কমিশনার।

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

7h ago