‘নিরাপত্তা শঙ্কায়’ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা নারায়ণগঞ্জের বিএনপি প্রার্থীর

নারায়ণগঞ্জ প্রেসক্লাবে জরুরি সংবাদ সম্মেলনে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন মো. মাসুদুজ্জামান মাসুদ। ছবি: সংগৃহীত

'নিরাপত্তা শঙ্কার' কথা জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. মাসুদুজ্জামান মাসুদ।

আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

তিনি বলেন, 'নির্বাচনে প্রার্থিতা ঘোষণার পর থেকেই পরিবারের সদস্যরা তার নিরাপত্তা নিয়ে শঙ্কিত ছিলেন। ঢাকায় ওসমান হাদির ওপর গুলিক ঘটনার পর তারা আরও আতঙ্কিত হয়ে পড়েন। তাই পরিবারের অনুরোধেই তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।'

মো. মাসুদুজ্জামান মাসুদ জানান, প্রার্থিতা বাতিলের বিষয়টি জানাতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। তিনি বিষয়টি দলকে বুঝিয়ে বলবেন।

তবে, হঠাৎ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণায় আশ্চর্য হয়েছেন তার অনুসারী ও নেতাকর্মীরা। কেউ কেউ সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করেন।

এর আগে, প্রথম দফায় গত ৩ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছিল বিএনপি। ওই তালিকায় নারায়ণগঞ্জ-৫ আসনের জন্য মো. মাসুদুজ্জামানকে মনোনয়ন দেওয়া হয়

Comments

The Daily Star  | English

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’

9h ago