মনোনয়নপত্র জমার শেষ দিনে ভিড়, খালেদা-তারেক-ফখরুলের মনোনয়নপত্র দাখিল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ সোমবার। বিকেল পাঁচটায় শেষ হচ্ছে নির্ধারিত সময়। শেষ মুহূর্তে সারা দেশে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়গুলোতে প্রার্থীদের ভিড় বেড়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন দলের শীর্ষ নেতারা আজ মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মোট ৩ হাজার ১৪৪টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল। তবে গতকাল রোববার পর্যন্ত মাত্র ১৬৬টি মনোনয়নপত্র জমা পড়েছিল। ফলে আজ শেষ দিনে অধিকাংশ প্রার্থী মনোনয়নপত্র জমা দিচ্ছেন।
খালেদা জিয়া, তারেক রহমান ও মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে ফেনী-১ আসনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। আজ দুপুরে ফেনীর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মুনিরা হকের কাছে মনোনয়নপত্রটি জমা দেন বিএনপি নেতা রফিকুল আলম মজনু।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঢাকা-১৭ আসনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। আজ দুপুর ১২টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তার প্রতিনিধি মনোনয়নপত্র জমা দেন।
ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আজ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানার কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন।
ববি হাজ্জাজ ও জামায়াতের আমিরের মনোনয়নপত্র
বিএনপির প্রতীক 'ধানের শীষ' নিয়ে ঢাকা-১৩ আসন থেকে লড়বেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। আজ সকালে আগারগাঁওয়ে ইটিআই ভবনে ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলীর কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন। এ সময় ববি হাজ্জাজ বলেন, 'কৌশলগত কারণে আমরা ধানের শীষ প্রতীকে নির্বাচন করছি। আশা করি নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করবে।'
একই ভবনে দুপুর দেড়টার দিকে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পক্ষে ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র জমা দেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন।
চট্টগ্রামে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি
বেশির ভাগ স্থানে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দেওয়া হলেও চট্টগ্রাম-১০ আসনে আচরণবিধি লঙ্ঘন ও হট্টগোলের ঘটনা ঘটেছে। ওই আসনে বিএনপির প্রার্থী সাঈদ আল নোমান শতাধিক নেতাকর্মী নিয়ে শোডাউন করে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে গেলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে বিএনপি কর্মীদের ধস্তাধস্তি হয়। পরে পুলিশ প্রধান ফটক আটকে দিলে প্রার্থী হাতে গোনা কয়েকজনকে নিয়ে ভেতরে প্রবেশ করেন।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত প্রার্থীরা নির্বাচনী প্রচার চালাতে পারবেন।


Comments