সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ২৫৮২ জন
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের ৩০০টি সংসদীয় আসন থেকে মোট তিন হাজার ৪০৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে দুই হাজার ৫৮২ জন জমা দিয়েছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
আজ সোমবার রাতে কমিশন এ তথ্য জানিয়েছে।
ইসির তথ্য অনুসারে, ঢাকা জেলার ৪১টি আসনে সর্বোচ্চ ৪৪৪টি মনোনয়নপত্র জমা পড়েছে। সবচেয়ে কম মনোনয়নপত্র জমা পড়েছে ফরিদপুরের ১৫টি আসনে—১৪২টি।


Comments