বিদ্যুৎ নেই ৩২৫ ভোটকেন্দ্রে, সংযোগ চেয়ে ইসির চিঠি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের আগে নির্বাচন কমিশন (ইসি) ৪২ হাজার ৭৬১ ভোটকেন্দ্র চূড়ান্ত করেছে।
তবে, এগুলোর মধ্যে ৩২৫ ভোটকেন্দ্রে বিদ্যুৎ সংযোগ নেই।
এই কেন্দ্রগুলোতে সংযোগ চালু করতে চিঠি দিয়েছে ইসি।
আজ রোববার বিদ্যুৎ বিভাগের জ্যেষ্ঠ সচিবকে দেওয়া চিঠিতে ৩২৫ ভোটকেন্দ্রে বিদ্যুৎ সংযোগের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এবারের নির্বাচনে পুরুষদের জন্য ১ লাখ ১৫ হাজার ১৩৭ ও নারীদের জন্য ১ লাখ ২৯ হাজার ৬০২ ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে।
এছাড়া, ভোটগ্রহণের সময় নির্ধারণ করা হয়েছে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।


Comments