বাস ভাড়া পুনঃনির্ধারণে রুদ্ধদ্বার বৈঠক চলছে

biaarttie.jpg
ছবি: তুহিন শুভ্র অধিকারী/স্টার

রেকর্ড হারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর বাস ভাড়া পুনঃনির্ধারণে রুদ্ধদ্বার বৈঠক চলছে।

আজ শনিবার বিকেল ৫টা ২০ মিনিটে বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রধান কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নূরী, বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার এবং পরিবহন খাত সংশ্লিষ্ট প্রতিনিধি বৈঠকে উপস্থিতি আছেন।

Comments

The Daily Star  | English

Day before Hasina’s ouster, Yunus was approached to lead new govt: Nahid

Tells media after tribunal testimony that Prof Yunus was seen as a crisis-time leader

1h ago