পদ্মা সেতুতে রেললাইন বসানোর কাজ শুরু

পদ্মা সেতুতে রেললাইন বসানো হচ্ছে। ছবি: তুহিন শুভ্র অধিকারী/স্টার

পদ্মা সেতুতে রেললাইন বসানোর কাজ শুরু হয়েছে।

আজ শনিবার দুপুর ১২টা ৫ মিনিটে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে রেললাইন বসানোর কার্যক্রম উদ্বোধন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

এর আগে গত ১৫ জুলাই রেলমন্ত্রী বলেন, 'পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প সরকারের ১০টি অগ্রাধিকার প্রকল্পের একটি। এই প্রকল্পের আওতায় ঢাকা থেকে যশোর পর্যন্ত নতুন রেললাইন নির্মাণ করা হবে। ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত প্রকল্পটির মেয়াদ ধরা হয়েছে।'

'সময়মতো বাস্তবায়নের জন্য প্রকল্পকে ৩ ভাগে ভাগ করা হয়েছে। একটি অংশ ঢাকা থেকে মাওয়া পর্যন্ত, দ্বিতীয় অংশ মাওয়া থেকে ভাঙ্গা পর্যন্ত এবং তৃতীয় অংশ ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত', বলেন তিনি।

Comments

The Daily Star  | English

'28 parties contested 2024 election, will they all be banned?'

BNP leader Salahuddin says allegations against any political party must be brought to court

48m ago