পদ্মা সেতুতে পরীক্ষামূলক স্বয়ংক্রিয়ভাবে টোল আদায় শুরু

ছবি: সংগৃহীত

পদ্মা সেতুতে পরীক্ষামূলক স্বয়ংক্রিয়ভাবে ইলেকট্রিক টোল কালেকশন সিস্টেম (ইটিসিএস) শুরু হয়েছে।

আজ বুধবার সকাল সাড়ে ১০টা থেকে পদ্মা সেতুর দুই প্রান্তে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) পদ্ধতিতে একটি করে বুথে এই পরীক্ষামূলক টোল আদায় শুরু হয়।

এতে রেজিস্ট্রেশন করা যে কোনো যানবাহন টোল প্লাজার সামনে আসলেই রোবটিক ক্যামেরার মাধ্যমে যানবাহন শনাক্ত করে অটোমেটিক টোল আদায় করা হবে।

নির্ধারিত টোল আদায় হয়ে গেলে অটোমেটিক ব্যরিয়ার উঠে যাবে এবং স্ক্রিনে ব্যালেন্স দেখা যাবে।

সেতু মন্ত্রণালয়ের সচিব মো. মনজুর হোসেন পরীক্ষামূলক কার্যক্রম উদ্বোধন করে জানান, এতে পদ্মা সেতুতে টোল আদায় আরও দ্রুত ও সহজ হবে। আপাতত এই টোল আদায় কার্যক্রম পরীক্ষামূলক চলবে। স্মার্ট টোল সিস্টেমের জন্য একটি রেজিস্ট্রেশন বুথ এখানে থাকবে। যারা রেজিস্ট্রেশন করতে চান তারা এখান থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন।

তিনি আরও জানান, সেখানে টাচ বুথ থাকবে। প্রতিটি বুথেই ক্যাশ ও ডেবিট কার্ড ব্যবহারের ব্যবস্থা রয়েছে।

Comments

The Daily Star  | English

Trump says US oil firms to head into Venezuela

US companies to invest heavily in Venezuela’s oil sector, Trump says

14m ago