চা-শ্রমিকদের বাসস্থান করে দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

চা-শ্রমিকদের বাসস্থান করে দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার বিকেলে ভিডিও কনফারেন্সে চা-শ্রমিকদের সঙ্গে মতবিনিময়কালে এ আশ্বাস দেন তিনি।

এর আগে, সিলেটের লাক্কাতুরা চা-বাগানের শ্রমিকদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী।

সেসময় বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়ন সিলেট ভ্যালির সভাপতি রাজু গোয়ালা প্রধানমন্ত্রীর কাছে শ্রমিকদের দাবি-দাওয়া তুলে ধরেন। 

এ বিষয়ে দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, 'প্রধানমন্ত্রীর কাছে চা-শ্রমিকদের ভূমির অধিকার, ৬ মাস মাতৃত্বকালীন ছুটি, অ্যাম্বুলেন্স সেবা এবং প্রত্যেক চা-বাগানে একজন এমবিবিএস চিকিৎসকের ব্যবস্থা করার দাবি জানিয়েছি।'

'পরে প্রধানমন্ত্রী বলেছেন যে, আমাদের সব দাবি পূরণ করা হবে', যোগ করেন এই চা-শ্রমিক নেতা।   

এর আগে, গত ২৭ আগস্ট বিকেলে চা–বাগানমালিকদের সঙ্গে গণভবনে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী। সেসময় চা–শ্রমিকদের দৈনিক মজুরি ১২০ টাকা থেকে ৫০ টাকা বাড়িয়ে ১৭০ টাকা নির্ধারণ করে দেন তিনি। এতে চা-শ্রমিকরা হতাশ হলেও নেতাদের সিদ্ধান্তে কাজে ফিরে যান।

Comments

The Daily Star  | English

Maduro 'captured and flown out' of Venezuela, Trump says

The US conducted a 'large-scale strike" on the country, he added

6h ago