বঙ্গমাতা সেতু: ৮ ঘণ্টায় টোল আদায় ১১ হাজার টাকা

বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব সেতু। ছবি: স্টার

বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু খুলে দেওয়া হয়েছে আজ সোমবার ভোররাত ১২টা ১ মিনিটে। খুলে দেওয়ার ৮ ঘণ্টায় সেতু থেকে টোল আদায় হয়েছে ১১ হাজার ৮০ টাকা।

পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের কার্য সহকারী মো. রফিকুল ইসলাম এ তথ্য জানান।

কঁচা নদীর ওপর নির্মিত সেতুটি খুলে দেওয়ার পর সর্বপ্রথম মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম টোল দিয়ে সেতুটি পার হন। এরপর থেকেই নিরবিচ্ছিন্নভাবে সেতু দিয়ে যান চলাচল করছে।

সেতুটি ব্যবহারের জন্য সর্বোচ্চ ৩১৫ টাকা এবং সর্বনিম্ন ৫ টাকা টোল নির্ধারণ করা হয়েছে।

১ হাজার ৪৯৩ মিটার দীর্ঘ সেতুটি চীন সরকারের আর্থিক ও কারিগরি সহযোগিতায় ৮৯৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে।

গতকাল সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুটি উদ্বোধন করেন।

 

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

9h ago