প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজা তৃতীয় চার্লসের ফোন

শেখ হাসিনা ও চার্লস
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাজা তৃতীয় চার্লস। ছবি: বাসস

ব্রিটেনের রাজা চার্লস তৃতীয় বাকিংহাম প্যালেস থেকে গতকাল শনিবার সন্ধ্যায় টেলিফোন করে আগামী সোমবার সকালে অনুষ্ঠিত হতে যাওয়া রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে রাজপরিবারের প্রতি আন্তরিক সমবেদনা ও সহানুভূতি প্রকাশের জন্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পাশাপাশি বাংলাদেশের জনগণকে তিনি ধন্যবাদ জানান।

'আপনার প্রয়াত মহামান্য মা আমার কাছে একজন মা ও কমনওয়েলথের একজন অসাধারণ প্রধানের মতো ছিলেন,' উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 'তার প্রতি আমার ব্যক্তিগত শ্রদ্ধা জানাতে তার রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।'

প্রধানমন্ত্রী রাজাকে আরও জানান যে, বাংলাদেশে তার সরকার প্রয়াত রানির প্রতি সম্মান জানাতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক পালন করেছে। তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনা করা হয়েছে।

প্রধানমন্ত্রী রাজা তৃতীয় চার্লসের সিংহাসনে আরোহণের জন্য অভিনন্দন জানান এবং তার দীর্ঘ ও সমৃদ্ধ রাজত্ব কামনা করেন।

রাজা তৃতীয় চার্লসের (তৎকালীন প্রিন্স চার্লস) ১৯৯৭ সালে বাংলাদেশ সফরের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ-যুক্তরাজ্য কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে আগামী মাসে রাজা চার্লস ও কুইন কনসোর্টকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ।

রাজা চার্লস বলেন, 'কুইন কনসোর্ট ও আমি ৫০তম বার্ষিকীতে বাংলাদেশ সফরের জন্য অনেক অপেক্ষায় ছিলাম। সাম্প্রতিক ঘটনাবলীর কারণে দুর্ভাগ্যবশত আমাদের তা বাতিল করতে হচ্ছে।'

ব্রিটেনের রাজা বাংলাদেশের জনগণ ও বাংলাদেশি-ব্রিটিশ অভিবাসীদের শুভেচ্ছা জানান।

আগামীকাল সোমবার প্রয়াত রানি এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদানের জন্য যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফরে থাকা প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন রাজার কথা বলার জন্য বাকিংহাম প্যালেস ফোন কলের সময় নির্ধারণ করে।

Comments

The Daily Star  | English

Millions mourn

The entire city stood in solemn tribute to Bangladesh’s first female prime minister yesterday.

6h ago