আর কোনো রোহিঙ্গাকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছবি: স্টার ফাইল ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মিয়ানমার থেকে আর কোনো রোহিঙ্গাকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না।

আজ সোমবার রাজধানীতে পুলিশের সন্ত্রাসবিরোধী ইউনিটের পঞ্চম প্রতিষ্ঠা দিবসে আলোচনায় অংশ নেওয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, 'ইতোমধ্যে বাংলাদেশে চলে আসা রোহিঙ্গাদের নিয়ে আমরা নানা সমস্যার মধ্যে আছি।'

তিনি আরও বলেন, 'আমরা শুনেছি মিয়ানমার সেনাবাহিনী আরাকান আর্মির সঙ্গে যুদ্ধ চলছে। তাদের মধ্যে গোলাগুলি হচ্ছে। এর মধ্যে কয়েকটি গোলা বাংলাদেশে এসে পড়েছে। এতে একজন নিহত এবং বেশ কয়েকজন আহতও হয়েছে।'

'আমরা এর তীব্র প্রতিবাদ করেছি। আমরা প্রতিবাদ অব্যাহত রাখব এবং এতে কাজ না হলে আমরা জাতিসংঘে বিষয়টি উত্থাপন করব,' যোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

মন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, 'শিগগিরই প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।'

'আমরা শান্তিপ্রিয় দেশ এবং দেশের শান্তি বিঘ্নিত হোক আমরা তা চাই না,' যোগ করেন তিনি।

আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আরও বলেন, 'জঙ্গিবাদ নিয়ন্ত্রণে এসেছে।'

অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদ বলেন, 'জঙ্গিবাদের হুমকি পুরোপুরি দূর হয়নি এবং যতক্ষণ বৈশ্বিক এই সমস্যা থাকবে ততক্ষণ পর্যন্ত এই হুমকি থাকবে।'

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম সন্ত্রাসবিরোধী ইউনিটের প্রথম প্রধান ছিলেন।

আগামী জাতীয় নির্বাচনের আগে পুলিশ যখন নির্বাচনী কাজে ব্যস্ত থাকবে তখন দেশে জঙ্গিবাদ বাড়তে পারে বলে হুঁশিয়ারি দেন তিনি।

ফিলিস্তিনিদের ওপর দমন-পীড়নের কথা উল্লেখ করে তিনি বলেন, 'সারা বিশ্বের মুসলমানদের মধ্যে বঞ্চনা ও ক্ষোভ আছে যা জঙ্গিবাদের উত্থানের একটি মূল কারণ।'

২০১৬ ও ২০১৭ সালে দেশের বিভিন্ন স্থানে জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে ২০১৭ সালের ১৯ সেপ্টেম্বর এই ইউনিট গঠন করা হয়।

 

Comments

The Daily Star  | English
mob violence in South Asia

Why mob violence is rising across South Asia

In South Asia, the mob has evolved into a calculated tool for political mobilisation and social policing.

15h ago