নতুন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন

চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন। ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন। তার নিয়োগ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে।

চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বর্তমান আইজিপি বেনজীর আহমেদের স্থলাভিষিক্ত হবেন। আগামী ৩০ সেপ্টেম্বর অবসরে যাচ্ছেন বেনজীর আহমেদ।

চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বর্তমানে র‍্যাবের মহাপরিচালকের দায়িত্বে আছেন। তিনি আইজিপির দায়িত্ব গ্রহণের পর অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক এম খুরশীদ হোসেন র‍্যাবের মহাপরিচালক হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করবেন।

চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের জন্ম ১৯৬৪ সালের ১২ জানুয়ারি সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলায়। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। ১৯৮৯ সালে তিনি বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

সর্বশেষ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে তিনি র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে গত বছর ১০ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট পুলিশের বর্তমান আইজিপি বেনজীর আহমেদ ও চৌধুরী আবদুল্লাহ আল-মামুনসহ র‍্যাবের ৭ বর্তমান ও সাবেক কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়।

 

Comments

The Daily Star  | English

Maduro 'captured and flown out' of Venezuela, Trump says

The US conducted a 'large-scale strike" on the country, he added

5h ago