বিদেশিদের ভিসার ওপর থেকে করোনা বিধিনিষেধ প্রত্যাহার: বিমান প্রতিমন্ত্রী

বিমান পরিবহন প্রতিমন্ত্রী মাহবুব আলী। ফাইল ছবি

বিদেশিদের বাংলাদেশে আসতে ভিসার ক্ষেত্রে করোনার নানা ধরনের বিধিনিষেধ থাকলেও আজ থেকে সেসব তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী মাহবুব আলী।

আজ সোমবার আগারগাঁওয়ে পর্যটন ভবনে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।

২০২০ সালে করোনা মহামারি শুরুর পর ভিসার ক্ষেত্রে করোনা বিধিনিষেধ দেওয়া হয়।

প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার পর্যটন শিল্পের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে। পর্যটন শিল্পে কোভিড-১৯ মহামারির কারণে সৃষ্ট ক্ষতি কাটিয়ে উঠতে ও টেকসই পর্যটন উন্নয়ন নিশ্চিত করতে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।'

তিনি জানান, কোভিড-১৯-এর প্রভাবে বাংলাদেশের পর্যটন শিল্পের চ্যালেঞ্জ মোকাবিলা, সংকট থেকে উত্তরণের উপায় ও ভবিষ্যতে প্রতিযোগিতামূলক পর্যটন বাজারে সুবিধা অর্জনের জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নির্দেশনা ও তত্ত্বাবধানে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ইতোমধ্যে একটি 'ট্যুরিজম রিকভারি প্ল্যান' নিয়েছে। এই পরিকল্পনায় উল্লেখিত কার্যক্রম বাস্তবায়নের জন্য ২০টি গাইডলাইন প্রস্তুত করে সেই অনুযায়ী কাজ করছে।

Comments

The Daily Star  | English
FY2026 Budget,

How the FY2026 budget can make a difference amid challenges

The FY2026 budget must be more than a mere fiscal statement.

15h ago