বঙ্গবন্ধু স্যাটেলাইট-সূর্য একরেখায়, টিভি চ্যানেল সম্প্রচারে বিঘ্নের আশঙ্কা

ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ ও সূর্য এক রেখায় অবস্থান করায় আগামীকাল শুক্রবার থেকে ৭ অক্টোবর পর্যন্ত দেশীয় টিভি চ্যানেলগুলোর সম্প্রচার ব্যাহত হতে পারে।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) কারিগরি, গবেষণা ও পরিকল্পনার মহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, স্যাটেলাইটের সংকেত বাধা পাওয়ার কারণে এ সময়ের মধ্যে মোট ৮১ মিনিট টিভি চ্যানেল সম্প্রচারে সমস্যা হতে পারে।

একই রেখায় থাকলে সূর্যরশ্মি স্যাটেলাইটের সংকেতের ওপর প্রভাব ফেলে। এর ফলে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট ব্যবহার করে সম্প্রচার করা ৩৯টি দেশীয় চ্যানেলের ছবি নষ্ট হয়ে যেতে পারে বলে জানান তিনি।

মো. শফিকুল ইসলাম বলেন, 'সূর্যের বিকিরণের কারণে প্রচার বিঘ্ন ঘটতে পারে। তবে তা সীমিত আকারে হবে। বিশ্বের সব স্যাটেলাইট বছরে একটি নির্দিষ্ট সময়ে এ ধরনের সমস্যার মুখোমুখি হয়।'

প্রাকৃতিক কারণে সৃষ্ট এই সাময়িক সমস্যার জন্য বিএসসিএল দুঃখ প্রকাশ করেছে।

 

Comments

The Daily Star  | English

Fire at building in Mirpur’s Kalshi under control

Seven fire engines brought the fire under control at 12:05am today

1h ago