সাফজয়ী ফুটবলার মাসুরাকে সাতক্ষীরা জেলা প্রশাসনের সংবর্ধনা

মাসুরা ও তার বাবাকে ফুল, ক্রেস্ট ও উপহার দিয়ে বরণ করা হচ্ছে জেলা প্রশাসনের সংবর্ধনা অনুষ্ঠানে। ছবি: সংগৃহীত

দেশে প্রথমবারের মতো সাফ ফুটবলের শিরোপা এনে দেওয়া নারী ফুটবল দলের ডিফেন্ডার মাসুরা পারভিনকে সংবর্ধনা দিয়েছে সাতক্ষীরা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন।

রোববার সকালে সাতক্ষীরার জেলা প্রশাসক ও পুলিশ সুপার এ দুটি পৃথক সংবর্ধনার আয়োজন করেন।

জেলা প্রশাসনের সংবর্ধনা অনুষ্ঠানে মাসুরা ও তার বাবা রজব আলীকে ফুল, ক্রেস্ট ও উপহার দিয়ে বরণ করা হয়। মাসুরাকে ১ লাখ টাকা দেওয়া হয়।

অনুষ্ঠানে মাসুরা পারভিন বলেন, 'রক্ষণশীল এ সমাজ ব্যবস্থায় বিশেষ করে সাতক্ষীরার মতো শহরে নানা প্রতিবন্ধকতা পেরিয়ে আমাকে এ জায়গায় আসতে হয়েছে। ২০১০ সালেও ফুটবল খেলা নিয়ে আমাকে ও আমার বাবা-মাকে কথা শুনতে হয়েছে। আশা করছি সাফজয়ের পর সে অবস্থার অবসান হবে। অভিভাবকরা মেয়েদের ফুটবল খেলতে উৎসাহিত করবে।'

মেয়েদের ফুটবল অনুশীলনের জন্য আলাদা মাঠের প্রয়োজন উল্লেখ করে মাসুরা বলেন, 'নিরাপত্তা ও পরিবেশ নিশ্চিত করতে পারলে অভিভাবকরা তাদের মেয়েদের খেলায় পাঠাতে চিন্তা করবেন না।'

এ সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. হুমায়ূন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ।

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

17h ago