ঘুমধুম সীমান্তে মিয়ানমারের ভেতরে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত

বান্দরবান

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তমব্রু সীমান্তের ওপারে মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন।

রোববার সকালে এ ঘটনা ঘটে। নিহত ওমর ফারুক তমব্রু রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা ছিলেন।

ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আজিজ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'ওমর ফারুক রোববার সকালে সীমান্তরেখা পার হয়ে মিয়ানমারের ভূখণ্ডে মাছ ধরতে যান। এ সময় সেখানে একটি মাইন বিস্ফোরণ হলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।'

দুপুরের দিকে ওমর ফারুকের মরদেহ শূন্যরেখায় এনে রোহিঙ্গাদের নির্দিষ্ট কবরস্থানে দাফন করা হয়েছে বলে জানান তিনি।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর ঘুমধুমের বাইশফাঁড়ি সীমান্তের কাছে 'মাইন বিস্ফোরণে' এক বাংলাদেশি যুবক আহত হন।

Comments

The Daily Star  | English

Khaleda Zia laid to eternal rest

Buried with state honours beside her husband Ziaur Rahman

7h ago