বাধ্যতামূলক অবসরে উপসচিব রেজাউল রতন

এ কে এম রেজাউল করিমকে

ধর্ষণ মামলার আসামি উপসচিব এ কে এম রেজাউল করিমকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক রেজাউল করিম বিভাগীয় মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন বলে গতকাল মঙ্গলবার প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়েছে।

তিনি গ্রন্থকেন্দ্রের পরিচালক থাকাকালে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর অধীনে দায়ের করা একটি মামলায় চার্জশিট দেওয়া হয়।

তাকে বরখাস্ত করা হয় ২০১৯ সালের ২৫ জুন।

প্রজ্ঞাপন অনুযায়ী তিনি বাদীকে মামলা তুলে নেওয়ার হুমকি দেন। পরে তার বিরুদ্ধে হুমকি ও শারীরিক নির্যাতনের অভিযোগে আরেকটি মামলা হয়।

জনপ্রশাসন মন্ত্রনালয় তার বিরুদ্ধে একটি বিভাগীয় মামলা শুরু করে এবং তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তদন্ত কর্মকর্তা কারণ দর্শানোর নোটিশের সন্তোষজনক জবাব পাননি।

গত ১৪ আগস্ট মন্ত্রণালয় তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নেয় এবং পাবলিক সার্ভিস কমিশনের মতামত চায়। কমিশন মন্ত্রণালয়ের সিদ্ধান্তে সম্মত হয়।

এই সিদ্ধান্ত রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে পাঠানো হলে তিনি বাধ্যতামূলক অবসরের অনুমোদন দেন।

 

 

Comments

The Daily Star  | English

Khaleda Zia laid to eternal rest

Buried with state honours beside her husband Ziaur Rahman

7h ago