ইসির ২ চিঠিতে সাড়া দেয়নি আইন মন্ত্রণালয়, এবার তৃতীয় চিঠি

 সিটি করপোরেশন নির্বাচন
ফাইল ছবি

গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ সংশোধনের প্রস্তাবে আইন মন্ত্রণালয়ের সাড়া না পাওয়ায় হতাশা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রতিষ্ঠানটি বলেছে, আরপিও সংশোধনের ব্যাপারে বারবার আহ্বান জানানো হলেও আইন মন্ত্রণালয় বিষয়টি উপেক্ষা করছে।

আইন সংশোধনের গুরুত্বের কথা তুলে ধরে এবার তৃতীয়বারের মতো লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগে চিঠি দিয়েছে ইসি। তারা বলেছে, এটাই তাদের শেষ চিঠি। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে সংশোধনী প্রস্তাবের জবাব দিতে হবে।

মন্ত্রণালয়ের ওপর ক্ষোভ প্রকাশ করে চিঠিতে ইসি বলেছে, নির্বাচন কমিশনের কাজে সহায়তা করা সরকারের সব নির্বাহী কর্তৃপক্ষের দায়িত্ব। সংবিধানের ১২৬ অনুচ্ছেদে এ কথা বলা আছে।

নির্বাচন কমিশন মনে করে, সংবিধান ও আইন লঙ্ঘন করে কমিশনের অনুরোধ ও দাবি উপেক্ষা করা হলে ইসি তার দায়িত্ব পালনের প্রয়োজনীয় সক্ষমতা অর্জন করতে পারবে না।

এভাবে উপেক্ষা করায় কমিশনের সক্ষমতা, এর স্বাধীনতা এবং নির্বাচনের ব্যাপারে সরকারের সদিচ্ছা নিয়ে জনগণের মনে সন্দেহ তৈরি হতে পারে বলেও এবারের চিঠিতে উল্লেখ করা হয়েছে।

গত ৮ আগস্ট গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ সংশোধনের প্রস্তাব লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগে পাঠায় ইসি। বিভাগ সাড়া না দেওয়ায় ২৮ সেপ্টেম্বর ইসি প্রথম চিঠির জবাব চেয়ে এবং ১০ অক্টোবর বিভাগকে দ্বিতীয় চিঠি পাঠায় কমিশন।

Comments

The Daily Star  | English

Fire at building in Mirpur’s Kalshi under control

Seven fire engines brought the fire under control at 12:05am today

1h ago