আমলারা সাধারণ মানুষকে বন্ধু মনে করেন না: হাইকোর্ট

হাইকোর্ট
ফাইল ছবি

আমলাদের উদ্দেশে হাইকোর্ট বলেছেন, 'তাদের (জনগণের) প্রতি যথাযথভাবে দায়িত্ব পালনে সরকারের অধিকাংশ উচ্চপদস্থ কর্মকর্তার অবহেলার কারণে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে।'

আদালত অবমাননা আবেদনের শুনানির সময় আজ বৃহস্পতিবার বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

আদালত বলেন, 'আমলারা বন্ধু ভাবলে দেশের সাধারণ মানুষকে দুর্ভোগে পড়তে হতো না। অধিকাংশ উচ্চপদস্থ কর্মকর্তা সাধারণ মানুষকে বন্ধু মনে করেন না। তারা (কর্মকর্তারা) নিজেদেরকে বড় কিছু মনে করেন।'

'সচিবদের মনে রাখতে হবে জনগণই সকল ক্ষমতার উৎস। অফিস কক্ষে বসে নিজেদের দায়িত্ব ভুলে গেলে জনগণ ভোগান্তির শিকার হয়,' বলেন আদালত।

রিট আবেদনকারীদের আইনজীবী মোহাম্মদ সিদ্দিক উল্লাহ মিয়া দ্য ডেইলি স্টারকে এসব তথ্য জানিয়েছেন।

আদালত অবমাননা মামলায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের (এলজিআরডি) সচিবের প্রতিনিধি হিসেবে উপসচিব আবদুর রহমান আজ হাইকোর্ট বেঞ্চে হাজির হন।

পৌরসভার ১৪ জন হিসাবরক্ষণ কর্মকর্তার করা একটি রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে ২০১৭ সালের ২০ নভেম্বর হাইকোর্ট এলজিআরডি মন্ত্রণালয়কে ২ মাসের পৌরসভায় 'অ্যাকাউন্টিং এবং অডিট বিভাগ' তৈরি করার নির্দেশ দিয়েছিলেন।

২০২০ সালের ২৩ মার্চ সুপ্রিম কোর্টের আপিল বিভাগও হাইকোর্টের এ নির্দেশ বহাল রাখে। কিন্তু এলজিআরডি মন্ত্রণালয় আবেদনের নিষ্পত্তি করেনি।

এ কারণে আদালত অবমাননার আবেদন করা হয় এবং আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এলজিআরডি সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেন।

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

4h ago