বিজয় দিবসে যেসব সড়কে যান চলাচল বন্ধ থাকবে

ছবি: ডিএমপি ট্রাফিক বিভাগের সৌজন্যে

মহান বিজয় দিবস উপলক্ষে আগামী ১৬ ডিসেম্বর রাজধানীর শেরেবাংলা নগরের প্যারেড স্কয়ারে সম্মিলিত সামরিক বাহিনীর কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। ওই দিন ভোর সাড়ে ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্যারেড স্কয়ারের পাশের এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

আমন্ত্রিত অতিথিদের স্টিকারযুক্ত যানবাহন ছাড়া অন্যান্য সব যানবাহন ডিএমপি নির্দেশিত সড়ক পরিহার করে বিকল্প সড়ক ব্যবহার করতে বলা হয়েছে।

যেসব সড়কে যান চলাচল বন্ধ থাকবে

সোনারগাঁও ক্রসিং থেকে ফার্মগেট, খেজুর বাগান ক্রসিং থেকে উড়োজাহাজ ক্রসিং ও রোকেয়া সরণি হয়ে মিরপুর-১০ নম্বর গোল চত্বর পর্যন্ত; শ্যামলী, শিশু মেলা ক্রসিং এবং ৬০ ফিট থেকে আগারগাঁও লাইট ক্রসিং হয়ে রোকেয়া সরণি পর্যন্ত; মহাখালী, জাহাঙ্গীর গেট থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে নতুন সড়ক দিয়ে আগারগাঁও লিংক রোড পর্যন্ত; লাভরোড পূর্ব মাথা, বিজয় সরণি ক্রসিং-উড়োজাহাজ ক্রসিং, ক্রিসেন্ট লেক হয়ে গণভবন ক্রসিং পর্যন্ত এবং সোহরাওয়ার্দী হাসপাতালের দক্ষিণ পাশের রাস্তা, কৃষি বিশ্ববিদ্যালয়ের রাস্তা, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পাশ দিয়ে পরিকল্পনা কমিশন হয়ে বিআইসিসি ক্রসিং পর্যন্ত।

ছবি: ডিএমপি ট্রাফিক বিভাগের সৌজন্যে

আমন্ত্রিত অতিথিরা যেসব সড়ক ব্যবহার করবেন

আমন্ত্রিত অতিথিরাদের মধ্যে সব-১, সব, সম, ম-২, ম-১, ক-বিশেষ, ক-১, ক-২, সক, বিনা, শ, সক-১ ও সক-২ স্টিকারযুক্ত যানবাহন বেগম রোকেয়া সরণি ব্যবহার করবেন। শুধুমাত্র সব-১ স্টিকার সম্বলিত গাড়িগুলো; সামরিক বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল/সমমর্যাদা ও অধস্তন সব কর্মকর্তা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল/সমমর্যাদা ও অধস্তন সব কর্মকর্তারা সেনাবাহিনীর অভ্যন্তরস্ত গেট ব্যবহার করে ৩ নম্বর পার্কিং লটে গাড়ি রাখবেন।

এ ছাড়া, সব স্টিকার সম্বলিত গাড়িগুলো সামরিক বাহিনীর লে. জেনারেল ও সমমর্যাদা, অবসরপ্রাপ্ত সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান, অবসরপ্রাপ্ত লে. জেনারেল ও সমমর্যাদার কর্মকর্তা, মেজর জেনারেল ও সমমর্যাদাসম্পন্ন এবং সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ও সমমর্যাদাসম্পন্ন কর্মকর্তারা সেনাবাহিনীর অভ্যন্তরন্ত গেট ব্যবহার করে ৪ নম্বর পার্কিং লটে গাড়ি পার্কিং করবেন।

আমন্ত্রিত অতিথিরা স্টিকারযুক্ত গাড়িগুলোকে বিজয় সরণি ক্রসিং/উড়োজাহাজ ক্রসিং/প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পাশে এবং মিরপুর ১০ নম্বর ক্রসিং থেকে জাতীয় প্যারেড স্কয়ার মাঠে প্রবেশ করার অনুরোধ জানিয়েছে ডিএমপি।

ছবি: ডিএমপি ট্রাফিক বিভাগের সৌজন্যে

বন্ধ থাকবে ঢাকা থেকে সাভার স্মৃতিসৌধ পর্যন্ত সড়ক

মহান বিজয় দিবসের প্রত্যুষে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পাঞ্জলি অর্পণ উপলক্ষে ঢাকা থেকে আমিন বাজার হয়ে সাভার স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে ভোর সাড়ে ৪টা থেকে ভিভিআইপি, ভিআইপি ও আমন্ত্রিত অতিথিরা সাভার স্মৃতি সৌধে যাতায়াত করবেন। যে কারণে ১৫ ডিসেম্বর দিবাগত ভোররাত সাড়ে ৩টা থেকে ১৬ ডিসেম্বর সকাল সাড়ে ১০টা পর্যন্ত বাস, মিনিবাস, ট্রাক, লরিসহ বড় গাড়িগুলোকে গাবতলী, আমিন বাজার ব্রিজ-সাভার রোড পরিহার করে বিকল্প রাস্তা হিসেবে ঢাকা এয়ারপোর্ট রোড-আব্দুল্লাহপুর ক্রসিং-আগুলিয়া হয়ে চলাচল করার অনুরোধ জানিয়েছে ডিএমপি।

সেই সঙ্গে আরিচা থেকে আমিন বাজার হয়ে ঢাকাগামী যানবাহনগুলোকে নবীনগর বাজার থেকে আগুলিয়া হয়ে ঢাকায় প্রবেশ করতে অনুরোধ জানানো হয়েছে।

ডিএমপি আরও পরামর্শ দিয়েছে, টাঙ্গাইল থেকে আগুলিয়া হয়ে ঢাকামুখী যানবাহনগুলো কালিয়াকৈর-গাজীপুর চৌরাস্তা-টঙ্গী হয়ে ঢাকায় প্রবেশ করবে।

Comments

The Daily Star  | English
chief adviser muhammad yunus speech

Signs of conspiracies by defeated forces becoming evident: CA

Political parties must make their unity against fascism more visible, says Yunus

6h ago