বেনাপোল বন্দর দিয়ে টিসিবির ৩ হাজার ২০০ মেট্রিক টন মসুর ডাল আমদানি

ছবি: সংগৃহীত

বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে টিসিবির ৩ হাজার ২০০ মেট্রিক টন মসুর ডাল আমদানি করা হয়েছে। প্রতি মেট্রিক টন ডালের দাম পড়েছে ১ হাজার ১৩৬ দশমিক ১৩ মার্কিন ডলার।

বুধবার রাতে ডালের চালান বেনাপোল বন্দরের ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে এসে পৌছায়।

চালানটি খালাস নিতে সিঅ্যান্ডএফ এজেন্ট কনফিডেন্স ট্রেড অ্যাসোসিয়েট সব কাগজপত্র দাখিল করেছে বেনাপোল কাস্টমস হাউসে।

সিঅ্যান্ডএফ এজেন্ট কনফিডেন্স ট্রেড অ্যাসোসিয়েটের ম্যানেজার মুর্তজা শরীফ জানান, সরকার ভারত থেকে ৪ হাজার ২০০ মেট্রিক টন মসুর ডাল আমদানি করার এলসি দিয়েছে। বুধবার রাতে ৩ হাজার ২০০ টন ডাল বেনাপোল বন্দরে এসে পৌঁছেছে। বাকি ১ হাজার হাজার টন ডাল ২-৩ দিনের মধ্যে পৌঁছাবে।

তিনি বলেন, 'এ ডাল আমদানি করতে প্রতি কেজিতে খরচ পড়েছে ১২৫ টাকা। কাস্টমস ও বন্দরের সব আনুষ্ঠানিকতা শেষে বন্দর থেকে ডালের চালান দ্রুত খালাস করে দেশের বিভিন্ন স্থানে পাঠানোর প্রক্রিয়া চলছে।'

বেনাপোল বন্দরের উপ-পরিচালক (প্রশাসন) আব্দুল জলিল বলেন, 'ভারত থেকে ৩ হাজার ২০০ মেট্রিক টন টিসিবির মসুর ডাল আমদানি করা হয়েছে বোনপোল বন্দর দিয়ে। প্রতি মেট্রিক টন ডালের দাম পড়েছে ১ হাজার ১৩৬ দশমিক ১৩ মার্কিন ডলার। এসব ডাল ছাড় হয়ে যাতে দেশের বিভিন্ন গন্তব্যে পৌঁছাতে পারে সেজন্য সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।' 

Comments

The Daily Star  | English

Secretariat employees protest against 'stricter' govt service law

From 9:30am, officers and staff started gathering in front of building no. 6 at the Secretariat's Badamtola.

29m ago