উদ্বোধনের অপেক্ষায় মেট্রোরেল

উদ্বোধনের অপেক্ষায় মেট্রোরেল
সকাল থেকেই অতিথিরা অনুষ্ঠানস্থলে আসতে শুরু করেছেন। ছবি: তুহিন শুভ্র অধিকারী/স্টার

মেট্রোরেলের যুগে প্রবেশে বাকি আর মাত্র কয়েক মিনিট। উত্তরার উত্তর স্টেশনের পাশে প্রস্তুত অনুষ্ঠান মঞ্চ।

আজ বুধবার সকাল ১১টায় রাজধানীর উত্তরার ১৫ নং সেক্টরের খেলার মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেলের উদ্বোধন করবেন।

ইতোমধ্যে অনুষ্ঠানস্থলে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকসহ মন্ত্রিপরিষদ সদস্য ও আওয়ামী লীগের নেতাকর্মীরা পৌঁছেছেন।

অনেকেই মিছিল নিয়ে অনুষ্ঠানস্থলে এসেছেন। উদ্বোধনী অনুষ্ঠানের জায়গাটি লাল সবুজের রংয়ে সাজানো হয়েছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ স্মারক ডাকটিকেট, প্রথম দিনের কভার ও স্মারক নোট উন্মোচন করবেন।

অনুষ্ঠানের অংশ হিসেবে প্রধানমন্ত্রী উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশনের মূল ফলক পরিদর্শন ও মূল ফলকের পাশে গাছের চারা রোপণ করবেন।

প্রধানমন্ত্রী টিকেট অফিস মেশিন (টিওএম) ব্যবহার করে এমআরটি পাস কিনবেন এবং কনকোর্স লেভেল থেকে আগারগাঁওগামী প্ল্যাটফর্মে আসবেন।

তিনি সবুজ পতাকা নাড়িয়ে দেশের প্রথম মেট্রোরেল চলাচলের আনুষ্ঠানিক যাত্রার শুভ সূচনা করবেন এবং এর পরের ট্রেনে আগারগাঁও আসবেন। তার সঙ্গে ২০০ জনের মতো আমন্ত্রিত অতিথি থাকবেন।

Comments

The Daily Star  | English

Bad loans hit record Tk 420,335 crore

It rose 131% year-on-year as of March of 2025

1h ago