‘ডিবি পরিচয়ে’ ছাত্র অধিকারের ২ নেতাকে তুলে নেওয়ার অভিযোগ

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ছাত্র অধিকার পরিষদের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ আখতারুজ্জামান সম্রাটের ছবি। ছবি: সংগৃহীত

ছাত্র অধিকার পরিষদের ২ নেতাকে 'ডিবি পরিচয়ে' তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছে গণ অধিকার পরিষদ। তারা হলেন কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ আখতারুজ্জামান সম্রাট ও সোহরাওয়ার্দী কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক নাজুমল হুদা।

গণ অধিকার পরিষদের যুগ্মআহ্বায়ক ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ শনিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে গুলিস্তান ফুলবাড়িয়া ফ্লাইওভারের নিচ থেকে ২ জনকে ডিবি পরিচয়ে কয়েকজন নিয়ে যায়। তাদের ব্যবহৃত মোবাইল ফোনে কল করা হলেও রিসিভ হচ্ছে না।'

তিনি আরও বলেন, 'শুরুতে তারা ধস্তাধস্তি করে এবং তাদের পরিচয় জানতে চায় তখন কয়েকজন মিলে তাদের পিকআপভ্যানে তুলে নিয়ে যায়।'

২ নেতাকে তুলে নেওয়ার বিষয়ে আবু হানিফ বলেন, 'গতকাল সম্রাটের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। তার গায়ে লেখা ছিল 'গণতন্ত্র এখন কফিনে' এবং '৩০ ডিসেম্বর গণতন্ত্র হত্যা দিবস'। আমাদের ধারণা এ কারণেই সম্রাটকে তুলে নিয়ে গেছে। এছাড়া সাম্প্রতিক সময়ে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে গণঅধিকার পরিষদের যে আন্দোলন শুরু হয়েছে তা দমন করার জন্য আমাদের নেতা-কর্মীদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে।'

তবে, এ বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

আজ রাতে ডিবির এই কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বলেন, 'এ ব্যাপারে আমি এখনো কিছু জানি না। জেনে পরে জানাব।'

এদিকে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামীন মোল্লা আজ রাত ৯টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন।

Comments

The Daily Star  | English

US halts new student visa interviews

The State Department prepares to expand social media vetting of foreign students.

9h ago