ডিএনসিসির নির্ধারিত স্থানের বাইরে পোস্টার লাগালে ব্যবস্থা

মিরপুর ১০ নম্বরে পরীক্ষামূলক পোস্টার লাগানোর নির্ধারিত বোর্ড। ছবি: সংগৃহীত

ঢাকা শহরে যত্রতত্র অবৈধভাবে পোস্টার লাগানো, দেয়াল লিখন, সাইনবোর্ড ও ব্যানার ইত্যাদি লাগানো বন্ধ করতে প্রতিটি ওয়ার্ডে পোস্টার লাগানোর স্থান নির্ধারণ করতে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি)। নির্ধারিত স্থানের বাইরে পোস্টার লাগানো হলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা।

আজ বুধবার বিকেলে এ সংক্রান্ত একটি চিঠিও জারি করেছে ডিএনসিসি। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএনসিসি জানায়, গত শনিবার ডিএনসিসির ২য় পরিষদের ১৯তম করপোরেশন সভায় বিষয়টির অনুমোদন হয়। ডিএনসিসির ৫৪ ওয়ার্ডে কাউন্সিলরদের স্থান নির্বাচন করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। 

ডিএনসিসি সূত্র জানায়, পরীক্ষামূলকভাবে মিরপুর গোলচত্ত্বর এলাকায় একটি বোর্ড স্থাপন করে সেখানে পোস্টার লাগানোর জন্য বলা হয়েছে। ওয়ার্ড কাউন্সিলর স্থান নির্ধারণ করার পর কর্তৃপক্ষ সেখানে বোর্ড স্থাপন করবে। ধারাবাহিকভাবে সব ওয়ার্ডে এভাবে চলবে। 

ডিএনসিসির জারি করা চিঠিতে বলা হয়, যত্রতত্র পোস্টার লাগানোর কারণে নগরীর সৌন্দর্য ব্যাহত হচ্ছে। নগর অপরিচ্ছন্ন হয়ে পড়ছে। শহরের সৌন্দর্য রক্ষা এবং একটি স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে হলে যত্রতত্র পোস্টার বন্ধ করা জরুরি। পোস্টার, ব্যানার ও ফেস্টুন লাগানো বিষয়ে সুনির্দিষ্ট আইন আছে। ডিএনসিসি থেকে এ বিষয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে সতর্ক করা হয়েছে। 

জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসেন দ্য ডেইলি স্টারকে জানান, সাধারণ মানুষকে আমরা নানাভাবে সচেতন করার চেষ্টা করে যাচ্ছি, যেন তারা যত্রতত্র পোস্টার লাগানো থেকে বিরত রাখেন। 

তিনি বলেন, 'প্রতিটি ওয়ার্ডে পোস্টার লাগানোর স্থান নির্ধারণ করে দেওয়া হচ্ছে। শুধু নির্ধারিত স্থানেই পোস্টার লাগানো যাবে। নির্ধারিত স্থান ছাড়া অন্য কোথাও কেউ পোস্টার লাগাতে পারবে না। পোস্টার, ব্যানার ও ফেস্টুন লাগানো সংক্রান্ত আইনও আছে, যা অমান্য  করলে আইনগত ব্যবস্থা নেবে ডিএনসিসি।'

 

Comments

The Daily Star  | English

Secretariat protest: Police file case against 1,200 over attacks, vandalism

At least 75 people were injured as clashes broke out at the Secretariat between law enforcers and HSC examinees

2h ago